Bartaman Patrika
হ য ব র ল
 

দেশে-বিদেশে রঙের উৎসব

 আমরা যেমন দোল খেলি তেমনই বিদেশে বসবাসকারীরাও মাতেন রঙের উৎসবে। প্রবাসীদের দোল নিয়ে খোঁজখবর নিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়।

আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরিবোল— বুড়ির ঘর/ন্যাড়াপোড়া/চাঁচরপোড়া-র মাধ্যমে দোলের একদিন আগে থেকেই শুরু হয়ে যায় উৎসব। মূলত হোলিকা দহন থেকেই এই বিশেষ বহ্ন্যুৎসবের জন্ম। বসন্তের আগমনিবার্তা দিতে প্রকৃতি যেমন পলাশ, কৃষ্ণচূড়ার রঙে রাঙা হয়, ঠিক তেমনই দোলের দিন কয়েক আগে থেকেই রংবেরঙের আবির, জল রং, বেলুন, বাহারি টুপির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আর তখন থেকেই চড়তে থাকে উৎসবের আমেজ। এটি হিন্দু বৈষ্ণব উৎসব হলেও দেশে ও বিদেশে ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের নারীপুরুষ এই রঙের উৎসবে শামিল হন। সকলে মিলেমিশেই মজাটা উপভোগ করেন। দোলযাত্রার ধমনিরপেক্ষতার দিক এটাই। বহ্ন্যুৎসব দিয়ে যে উৎসবের শুরু, তার শেষ হয় হোলির মাধ্যমে। দোলের পরদিন হোলি। মূলত উত্তর ভারতেই হোলি উৎসব পালিত হয়।
দোলযাত্রা অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। তাই একে বলা হয় দোলপূর্ণিমাও । চৈতন্য মহাপ্রভুর জন্ম এই পূর্ণিমা তিথিতেই। তাই এটি গৌরপূর্ণিমা নামেও পরিচিত। মথুরা, বৃন্দাবনের মতো রাধা-কৃষ্ণের প্রেমলীলাই বাংলার রঙের উৎসবের মুখ্য আকর্ষণ। পশ্চিম বা মধ্য ভারতে এই উৎসবের কেন্দ্রে রয়েছে বিষ্ণুভক্ত প্রহ্লাদের কাহিনী। এখানে জানিয়ে রাখা ভালো, ‘হোলি’ শব্দের উৎপত্তি ‘হোলিকা’ থেকে। হোলিকা ছিলেন কশ্যপবংশীয় রাজা হিরণ্যকশিপুর বোন। তিনি বর পেয়েছিলেন, অগ্নি তাঁকে বধ করতে পারবে না। ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। বাবার উপরে বিষ্ণুকে স্থান দেওয়ায় ব্রহ্মার বরে দেব ও মানবজয়ী হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে যান। তাই, ছেলে প্রহ্লাদকে বোন হোলিকার কোলে বসিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেন। কিন্তু, ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রহ্লাদ বেঁচে যান, আর হোলিকা পুড়ে ছাই হয়ে যান। এই হোলিকা দহন থেকেই ‘ন্যাড়াপোড়া’ বা ‘চাঁচরপোড়া’-র সূত্রপাত। প্রসঙ্গত, প্রহ্লাদপুরী মন্দিরটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতানে অবস্থিত। আবার পৌরাণিক মতে, মহাদেবের পুত্রের হাতে তারকাসুরের মৃত্যু হওয়ার নিদান ছিল। কিন্তু দেবাদিদেব গভীর ধ্যানে মগ্ন। শিবের ধ্যান ভাঙাতে তাই পাঠানো হয় কামদেবকে। মহাদেবের মনে প্রেমের ভাব জাগ্রত করতে বাণ ছোঁড়েন কামদেব। তাতে ক্রুদ্ধ হন মহাদেব। তিনি তৃতীয় নয়ন উন্মোচন করতেই কামদেব ভস্ম হয়ে যান। পরে স্ত্রী রতির প্রার্থনা ও অনুরোধে তুষ্ট হয়ে প্রাণ ফিরে পান কামদেব। সেই থেকে তাঁর পুনর্জন্মের দিনই পালিত হয় এই উৎসব। এই ন্যাড়াপোড়া উৎসবের একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও রয়েছে। শীত ও বসন্তে রকমারি ব্যাক্টেরিয়া ও ভাইরাস বাতাসে ভেসে বেড়ায়। চাঁচর পোড়ার সময় উদ্ভূত তাপমাত্রা এই সব জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে।
ভারতের নানা জায়গায় নানা আঙ্গিকে এই উৎসব ঘটা করে পালিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের শান্তিনিকেতনে এই রঙের উৎসব বসন্তোৎসব নামে পরিচিত। ১৯২৫ সালে সেখানে এই উৎসবের সূচনা হয়। আগের দিন রাতে হয় বৈতালিক। আর দোলের দিন সকালে ‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগল যে দোল’ গানটির মাধ্যমে বসন্তোৎসবের সূচনা হয়। বিশ্বভারতীর প্রাঙ্গণে শুধু আবির দিয়েই রঙের উৎসবে মাতেন সকলে। সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে রবীন্দ্রনাথের কোনও একটি নৃত্যনাট্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ব্রিটেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, মরিশাস, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের নানা প্রান্তে এই রঙের উৎসবে মাতেন প্রবাসীরা। তাঁদের সঙ্গে এই আনন্দে যোগ দেন অন্যান্য ধর্মের মানুষও। সাধারণত হোলি যে সপ্তাহে পরে, সেই সপ্তাহের শনি ও রবিবার প্রবাসীরা এই উৎসব পালন করেন। কোথাও কোথাও গোটা সপ্তাহ জুড়ে নানা রকম অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজনও করা হয়। হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে পারস্পরিক মিষ্টি বিতরণ। ব্যবস্থা থাকে দেদার ভুরিভোজেরও। ত্রিনিদাদ ও টোবাগোয় হোলি উৎসবের নাম ফাগুয়া। এটি পালিত হয় হোলির পর নিকটতম রবিবারে। ভারতের মতো (মূলত মহারাষ্ট্র ও গুজরাত) পাকিস্তানেও হোলির দিনে পিরামিড করে মাখনের হাঁড়ি ভাঙার বিশেষ চল রয়েছে।
দুর্গাপুজোর মতোই এই রঙের উৎসব প্রবাসীদের কাছে পরিণত হয় আরও একটি মিলন উৎসবে। এই নিয়েই কথা হচ্ছিল ফ্লোরিডার ট্যাম্পা বে-র ‘সৈকত’র বাসিন্দা অনসূয়া লাহিড়ীর সঙ্গে। তিনি জানালেন, প্রতিবছরের মতো এবারেও তাঁরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন হোলি উৎসবের। এখানকার হোলি উৎসবের আয়োজন করেন মহিলারাই। ট্যাম্পার ট্রপিক্যাল আবহাওয়ার জন্য মার্চ মাসে হোলি উৎসব পালনে কোনও সমস্যা হয় না। আমেরিকার শীতপ্রধান শহরগুলিতে হোলি পালন করা বেশ অসুবিধার। বিশেষত, সেখানে জল রং একেবারেই ব্যবহার হয় না। শুধু আবির দিয়েই রং খেলা হয়। কিন্তু, তাঁদের ওখানে আবির, জল রং, পিচকারি, বেলুন দিয়ে দেশের মতোই পুরোদস্তুর হোলি খেলা হয়। ভারতে এই বছর দোল ২১ মার্চ, আর হোলি তার পরের দিন। অনসূয়া জানালেন, হোলির পরে প্রথম শনিবার তাঁরা এই উৎসব পালনের চেষ্টা করেন। তবে এবার ওখানে হোলি পালন করা হবে ৩০ মার্চ সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত, আপার ট্যাম্পা বে পার্কে।
বিদেশে প্রতি বছর বেশ সাড়ম্বরেই হোলি পালিত হয়। যেখানে যেখানে কৃষ্ণের মন্দির রয়েছে, সেখানে এই উৎসবে শামিল হন হাজার হাজার মানুষ। আবিরের রঙে রাঙা হয়ে ওঠে প্রবাসের আকাশ। চলে নাচ, গান, খাওয়া-দাওয়া। আমেরিকার মতো ব্রিটেনের নানা শহর জুড়েও এই উৎসবের আয়োজন হয়। সেখানে আগের দিন রাতে হয় ‘জ্বলনেওয়ালি হোলি’। আর পরের দিন পালিত হয় ‘রঙ্গোলি হোলি’। লন্ডন ছাড়াও ম্যাঞ্চেস্টার, ওয়েলস, স্কটল্যান্ড— সর্বত্র রীতিমতো হইচই করে এই উৎসবে মাতেন হিন্দুদের পাশাপাশি ভিন্ন সম্প্রদায়ের মানুষও। অধিকাংশ জায়গাতেই কোনও পেশাদার সংস্থার উপর এই উৎসবের আয়োজনের ভার থাকে। অনেক আগে থেকেই অনলাইনে এর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। উৎসবের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে। আর অনেক ক্ষেত্রে অংশগ্রহণকারীদের সংখ্যাও থাকে নির্দিষ্ট। লাগে এন্ট্রি ফি। এলাকা ও সময় ভেদে মূল্য একেক রকম। যেমন, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিকিটের মূল্য কমবেশি ১৫ থেকে ৪০ পাউন্ড। পাঁচ থেকে ১২ বছরের ক্ষেত্রে এন্ট্রি ফি ৫ থেকে ২৫ পাউন্ড। পাঁচ বছরের নীচে ফ্রি। কোথাও চারজনের গ্রুপের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হয়। অংশগ্রহণকারীদের উপহার দেওয়া হয় এক প্যাকেট আবির। অধিকাংশ জায়গাতেই বলিউড থেকে উড়িয়ে আনা হয় ডিজে। তিনি হোলি সংক্রান্ত জনপ্রিয় হিন্দি (যেমন, বালাম পিচকারি, রং বরষে) গান বাজান। আর উপস্থিত সকলে সেই সুরের তালে তাল মেলান। অনেক জায়গাতেই থাকে ‘হোলি ককটেল’-এর বিশেষ ব্যবস্থা। সঙ্গে নানা পদের খাবার। আমেরিকাতে গোটা মার্চ মাস জুড়েই নিজেদের সুবিধামতো (আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে) সময়ে প্রবাসীরা হোলি উৎসব পালন করেন। সেখানেও উৎসবের দিনে জনপ্রিয় হিন্দি গানের সুরে কোমর দোলান আট থেকে আশি। থাকে রঙের চৌবাচ্চা। সঙ্গীতের মূর্ছনায় একে অপরের দিকে আবির ছুঁড়ে দেন। সমীক্ষা বলছে, এই রঙের উৎসবে অংশগ্রহণকারীদের সংখ্যা প্রতিবছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর এই তথ্যই বলে দেয়, প্রবাসে হোলির জনপ্রিয়তা কতটা!
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
17th  March, 2019
পিঠোপিঠি
ভাই-বোন

দুষ্টু একটু বেশিই ছিল প্রিয়াঙ্কা। জেদিও। তবে মিষ্টভাষী। আর দাদা রাহুল হাসিখুশি। দু’জনের ছোটবেলার গল্প শোনাচ্ছেন সন্দীপ স্বর্ণকার।
বিশদ

21st  April, 2019
 ব্ল্যাক হোল রহস্য

 এই প্রথম কৃষ্ণগহ্বরের ছবি তোলা সম্ভব হল। কীভাবে উঠল এই ছবি? কৃষ্ণগহ্বরই বা কী? আলোচনায় কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের রাশিবিজ্ঞানের অধ্যাপক অতনু বিশ্বাস।
বিশদ

21st  April, 2019
অরেঞ্জ ব্লসম ও কুকুম্বার স্যালাড

তোমাদের জন্য শুরু হল একটি আকর্ষণীয় বিভাগ ছোটদের রান্নাঘর। এই বিভাগ পড়ে তোমরা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে লোভনীয় খাবারদাবার। বাবা-মাকেও চিন্তায় পড়তে হবে না। কারণ আগুনের সাহায্য ছাড়া তৈরি করা যায় এমন রেসিপিই থাকবে তোমাদের জন্য। এবার সেরকমই দুটি জিভে জল আনা রেসিপি দিয়েছেন চিলেকোঠা রেস্তরাঁর শেফ সুপর্ণ মৈত্র।
বিশদ

21st  April, 2019
 তেষ্টার জলও কেউ দিতে চাইত না ছোট্ট আম্বেদকরকে

 অচ্ছ্যুৎ দলিত সম্প্রদায়ে জন্মেছিলেন আমাদের দেশের সংবিধানের রূপকার ডঃ ভীমরাও আম্বেদকর। আজ তাঁর জন্মদিন। দলিতদের জন্য সারা জীবন লড়াই করে আসা
এই মানুষটিকে নিয়ে লিখেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। বিশদ

14th  April, 2019
 বাংলায় বেশি নম্বর পেতে কী করবে?

দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সামনে ঠিকঠাক আর ন’টি মাস সময় রয়েছে শিক্ষার্থী-জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা প্রমাণ করার জন্য। যদিও আপাতদৃষ্টিতে মাধ্যমিক পরীক্ষা ‘আসছে বছর’, কিন্তু ইতিমধ্যেই বহু স্কুলে দশম শ্রেণীর প্রথম পার্বিক অভীক্ষাটি শেষ। অতএব, আর দেরি নয়, চলো মাঠে নামি! পরামর্শ দিচ্ছেন বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী । বিশদ

14th  April, 2019
 রহস্যে ঘেরা সাকোত্রা দ্বীপ

  যেন এক আবোল-তাবোলের দেশ। গাছগুলি সব উল্টো উল্টো। জীবজন্তুরা সব অদ্ভুতরকম দেখতে। অদ্ভুতভাবে হাঁটে। বাইরে থেকে হঠাৎ করে গেলে মনে হবে, এসব বোধহয় এই জগতের নয়। আশ্চর্য হলেও এটা সত্যি। ভারত মহাসাগরে অবস্থিত সাকোত্রা দ্বীপ।
বিশদ

14th  April, 2019
নতুন ক্লাস
নতুন বইয়ের গন্ধ

 নতুন ক্লাসে ওঠা মানেই একরাশ আনন্দ। নতুন বই, সেই বইয়ের গন্ধ, নতুন খাতা, নতুন নতুন বিষয়, নতুন বন্ধু। জানাল ছোটরা। বিশদ

07th  April, 2019
বন্য বিড়ালের রকমসকম

তোমরা প্রায়শই বাড়িতে বা বাড়ির আশপাশে একটি খুব পরিচিত প্রাণীকে দেখতে পাও, সেটি হল বিড়াল। প্রায় কোনও শব্দ না করেই হাঁটাচলা করে এরা। রান্নাঘরে মাছভাজা হলেই উঁকি দেয় দরজা দিয়ে আর আওয়াজ করে ম্যাঁওওও। এই বিড়ালগুলিকে বলা হয় পোষ্য বিড়াল বা ডোমেস্টিক ক্যাট। বিশদ

07th  April, 2019
টুবলুর রেজাল্ট
সন্দীপন বিশ্বাস

আজই টুবলুর অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। ক্লাস থ্রিতে পড়ে টুবলু। সেই অনুযায়ী তার ক্লাস ফোরে ওঠার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। কেননা টুবলু পরীক্ষায় পাশ করতে পারেনি। দাদুর সঙ্গে সে স্কুলে গিয়েছিল রেজাল্ট আনতে। বাড়িতে আসার পর যখন সবাই খবরটা জানল, তখন থেকেই বাড়ির আবহাওয়া একেবারে বদলে গেল।
বিশদ

31st  March, 2019
নিক্কোপার্কে চালু হয়েছে
ক্রুসেডার রাইড

 আজ তোমাদের একটি মজার রাইডের খবর দিই। নিক্কোপার্ক এবারও তোমাদের বিনোদনের কথা মাথায় রেখে একটি মজার ওয়াটার রাইড চালু করেছে। রাইডটির নাম ক্রুসেডার। আকর্ষণীয় এই রাইডটি চালু হয়েছে গত ৯ মার্চ থেকে। ক্রুসেডারটির ওপর থেকে নীচ পর্যন্ত একটি বিশেষ ডিজাইনের চ্যানেল তৈরি করা হয়েছে, যেটি গিয়ে জলাশয়ের সঙ্গে যুক্ত হয়েছে।
বিশদ

31st  March, 2019
জানা-অজানা
কলম নিয়ে দু’চার কথা

সেই আদিমকালেও মানুষ তার মনের ভাব প্রকাশ করত গুহার দেওয়ালে পাথর দিয়ে খোদাই করে। ঐতিহাসিকদের মতে, লেখার এই মাধ্যমটিই ধীরে ধীরে ‘কলম’ হয়ে ওঠে। যার সূত্রপাত হয়েছিল যিশুখ্রিস্টের জন্মের কমপক্ষে ৩০০০ বছর আগে মিশরীয় সভ্যতায়।
বিশদ

31st  March, 2019
চাইনিজ ভেল ও মকটেল থাই কলিনস

চাইনিজ ভেল (৪ জনের জন্য)
উপকরণ: ফ্রায়েড নুডুলস ১ কাপ, গার্লিক সস ২ টেবিল চামচ, গাজর কুচি  কাপ, বাঁধাকপি কুচি  কাপ, পেঁয়াজ কুচি  কাপ, ক্যাপসিকাম কুচি  কাপ, মাশরুম স্লাইস ৭-৮টি, স্প্রিং অনিয়ন উইথ গ্রিন  কাপ কুচি, টম্যাটো কুচি  কাপ, ধনেপাতা কুচি ২-৩ চা চামচ, মিক্সিং বোল ১টা, ছোট সার্ভিং পাত্র ৪টি। 
বিশদ

24th  March, 2019
হিলি গিলি হোকাস ফোকাস 

শুরু হল নতুন বিভাগ হিলি গিলি হোকাস ফোকাস। এই বিভাগে জনপ্রিয় জাদুকর শ্যামল কুমার তোমাদেরও কিছু চোখ ধাঁধানো আকর্ষণীয় ম্যাজিক সহজ সরলভাবে শেখাবেন। আজকের বিষয় তাস ও ছক্কার ম্যাজিক।  
বিশদ

24th  March, 2019
ইঞ্জিন ছাড়াই ছুটছে ট্রেন! 

আমাদের দেশে চালু হয়েছে নতুন দ্রুতগতির ট্রেন বন্দে ভারত। এই ট্রেন চলে ইঞ্জিন ছাড়াই। কেমন সেই ট্রেন? ভিতরে কী আছে? নিজের চোখে দেখে এসে তোমাদের জানাচ্ছেন দিব্যেন্দু বিশ্বাস। 
বিশদ

24th  March, 2019
একনজরে
 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

সংবাদদাতা, রামপুরহাট: সোমবার ভোরে সকলের নজর এড়িয়ে তারাপীঠে তারা মায়ের মন্দিরে পুজো দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্ভবত গুণগ্রাহীদের নজর এড়াতে টুপি পরে, চাদরে মুখ ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় রিগিং করতে পারছেন না। জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সুদৃঢ পদক্ষেপ দিদির রিগিং প্রক্রিয়ায় বড়সড় আঘাত হেনেছে। ...

 জিয়াং (চীন), ২২ এপ্রিল: এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারতের প্রত্যাশা বেশি ওলিম্পিক ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক ও বিশ্বের একনম্বর বজরং পুনিয়াকে ঘিরে। মঙ্গলবার থেকে এই প্রতিযোগিতা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব বই দিবস
১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপীয়রের জন্ম
১৯৪১ - বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসনের জন্ম
১৯৬৯: অভিনেতা মনোজ বাজপেয়ির জন্ম
১৯৯২: সত্যজিৎ রায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৫ টাকা ৭০.৬৪ টাকা
পাউন্ড ৮৯.০৮ টাকা ৯২.৩৬ টাকা
ইউরো ৭৬.৯৮ টাকা ৭৯.৯৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩১, ৯৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০, ৩৫৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩০, ৮১০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭, ৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭, ৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
21st  April, 2019

দিন পঞ্জিকা

৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ১৪/৩৫ দিবা ১১/৪। জ্যেষ্ঠা ৩০/৫ অপঃ ৫/১৬। সূ উ ৫/১৪/২০, অ ৫/৫৫/৫৪, অমৃতযোগ দিবা ৭/৪৫ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/২৩ গতে ৫/৫ মধ্যে। রাত্রি ৬/৪১ মধ্যে পুনঃ ৮/৫৬ গতে ১১/১২ মধ্যে পুনঃ ১/২৭ গতে ২/৭ মধ্যে, বারবেলা ৬/৪৯ গতে ৮/২৪ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৪৫ মধ্যে, কালরাত্রি ৭/২০ গতে ৮/৪৫ মধ্যে।
৯ বৈশাখ ১৪২৬, ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, চতুর্থী ২০/১৭/২৩ দিবা ১/২১/৪৫। জ্যেষ্ঠানক্ষত্র ৩৫/৫৫/৫৪ রাত্রি ৭/৩৭/১০, সূ উ ৫/১৪/৪৮, অ ৫/৫৭/১২, অমৃতযোগ দিবা ৭/৪০ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৩/২৭ গতে ৫/১১ মধ্যে এবং রাত্রি ৬/৪৭ মধ্যে ও ৯/০ গতে ১১/১১ মধ্যে ও ১/২৩ গতে ২/৫১ মধ্যে, বারবেলা ৬/৫০/৬ গতে ৮/২৫/২৪ মধ্যে, কালবেলা ১/১১/১৮ গতে ২/৪৬/৩৬ মধ্যে, কালরাত্রি ৭/২১/৫৪ গতে ৮/৪৬/৩৬ মধ্যে।
১৭ শাবান
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: শত্রু বশ মানতে বাধ্য হবে। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব বই দিবস১৬১৬ -ইংরেজী সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ...বিশদ

07:03:20 PM

আইপিএল: সিএসকের সামনে ১৭৬ রানের টার্গেট খাড়া করল সানরাইজার্স হায়দরাবাদ  

09:37:59 PM

 আইপিএল: হায়দরাবাদ ৯১/১ (১০ ওভার)

08:50:51 PM

গুরদাসপুরে সানি দেওলকে প্রার্থী করল বিজেপি 

08:08:03 PM

টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠাল সিএসকে 

07:36:29 PM