উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিষড়ার সন্ধ্যাবাজার এলাকার বাসিন্দা পেশায় টোটোচালক মোহিতকুমার তাঁতির সঙ্গে এলাকারই এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। কয়েক দিন আগে মোহিতের প্রেমিকার পরিবার তাঁদের মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। তারপরেই মানসিকভাবে ভেঙে পড়েছিল মোহিত। রবিবার সকালে প্রেমিকার বাড়িতে গিয়ে গালিগালাজ ও অশান্তি করে মোহিত। তারপর বাড়ি ফিরেই কোথায় বেরিয়ে যায়। তারপর এদিন সকালে হেস্টিংস জুটমিল লাগোয়া ঝোপে এলাকার বাসিন্দারা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিসকে খবর দেন। তারপরেই পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।