উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
জেলা নির্বাচনী আধিকারিক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার সব রকম প্রস্তুতি সম্পূর্ণ। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। পুলিস সুপার অজয় প্রসাদ জানিয়েছেন, ১০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যায় রাজ্য পুলিসও ব্যবহার করা হবে নির্বাচনের কাজে।
উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, রতুয়া, গাজোল, হবিবপুর এবং পুরাতন মালদহ বিধানসভা। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭১৩টি। মোট ভোটার রয়েছেন ১৬ লক্ষ ৮৩ হাজার ৮৬৪ জন। এঁদের মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৮ লক্ষ ১৯ হাজার ৩৬৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৭ জন। ভোটকর্মীর সংখ্যা ৮২২২ জন। এই কেন্দ্রটি ২০০৯ সালে তৈরি হয়েছিল। পরপর দুইবার উত্তর মালদহ থেকে কংগ্রেস দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হন মৌসম নুর। ২০১৪ সালে কংগ্রেসের মৌসম নুর সিপিএম প্রার্থী খগেন মুর্মুকে ৬৫ হাজার ৭০৫ ভোটে হারিয়েছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল ২০১৪ সালের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই প্রার্থীই এবার দল পাল্টেছেন। মৌসম নুর লড়ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে। অন্যদিকে গতবারের সিপিএম প্রার্থী খগেন মুর্মু এবার বিজেপি’র হয়ে লড়ছেন। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরি সম্পর্কে মৌসম নুরের মামাতো দাদা। অন্যদিকে সিপিএমের হয়ে উত্তর মালদহে লড়াই করছেন প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ।
দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের আওতায় রয়েছে মালদহ জেলার ইংলিশবাজার, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র। এছাড়াও মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র দুটিও এই কেন্দ্রের অধীনে রয়েছে। এরমধ্যে মালদহ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ১১ লক্ষ ৪৫ হাজার ১৩২ জন। তাঁদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ ৫৭ হাজার ৫৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত দু’টি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার চার লক্ষ ২৮ হাজার ৮৯৮ জন। তাঁদের মধ্যে মহিলা ভোটার রয়েছেন দুই লক্ষ ১৪ হাজার ৬৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। সব মিলিয়ে দক্ষিণ মালদহের মোট ভোটার সংখ্যা ১৫ লক্ষ ৭৪ হাজার ৩০ জন। এঁদের মধ্যে মহিলা ভোটার রয়েছেন সাত লক্ষ ৭২ হাজার ২৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৮ জন।
২০০৯ সাল থেকে এই কেন্দ্র থেকে সাংসদ রয়েছেন কংগ্রেসের ডালুবাবু। তার আগে তিনি অবিভক্ত মালদহেরও সাংসদ ছিলেন। ২০১৪ সালে ডালুবাবু তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’র বিষ্ণুপদ রায়কে হারিয়েছিলেন এক লক্ষ ৬৪ হাজার ১১১ ভোটে। এবারও কংগ্রেসের হয়ে লড়াই করছেন ডালুবাবু। বিজেপি’র হয়ে লড়াই করছেন শ্রীরূপা মিত্র চৌধুরি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দলের মালদহ জেলার সভাপতি মোয়াজ্জেম হোসেন। তিনি ২০১৪ সালেও এই কেন্দ্র থেকে লড়েছিলেন। কিন্তু চতুর্থ স্থানে ছিলেন। এই কেন্দ্রে সিপিএম কোনও প্রার্থী দেয়নি। তবে ধর্মনিরপেক্ষ প্রার্থীকে জেতানোর নামে তাঁরা পরোক্ষভাবে কংগ্রেসকেই সমর্থন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।