উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
পিপিলিতে বিদায়ী বিধায়ক তথা বিজেডি প্রার্থী প্রদীপ মহারথীর বিরুদ্ধে কমিশনের ফ্লাইং স্কোয়াডে থাকা ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ করেছেন পুরীর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক জে পি দাস। আদর্শ নির্বাচনবিধি ভেঙে টাকা এবং মদ বিলির অভিযোগ পেয়ে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ মহারথীর ফার্মহাউসে যায় কমিশনের ফ্লাইং স্কোয়াড। সেখানে বিদায়ী বিধায়ক প্রথমে মৌখিক হেনস্তা ও পরে তাঁদের মারধর করেন বলে অভিযোগ করেছেন আহত বিচারক রবীন্দ্রনারায়ণ পাত্র। বর্তমানে কোমরের চোট নিয়ে পিপিলির ক্যাপিটাল হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঘটনায় আহত হয়েছেন পুলিসের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বিনয়কুমার দাস এবং তাঁর গাড়ির চালক দীপকও। প্রাণের ভয়ে তদন্তে যাওয়া ১৫ জন একটি গাড়ি করে পালিয়ে এসেছিলেন বলে দাবি করেছেন তাঁরা। তাঁদের আরেকটি গাড়ি সেই ফার্মহাউসেই পড়েছিল। কমিশনের অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হয়েছে বিজেডি প্রার্থী প্রদীপ মহারথীকে।
এদিকে, কমিশনের দল মাঝরাতে ফার্মহাউসের তালা ভেঙে ভেতরে ঢোকায় তাঁদের সঙ্গে বাদানুবাদ হয়েছিল বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে স্বীকার করেছেন প্রদীপবাবু। তবে নির্বাচন কমিশনের আধিকারিকদের মারধরের কথা অস্বীকার করেছেন তিনি। পিপিলি গণধর্ষণের ঘটনা নিয়ে বারবারই বিতর্কে জড়িয়েছেন এই বিজেডি নেতা। ২০১১ সালের নভেম্বরে পিপিলিতে গণধর্ষণের শিকার হয়েছিলেন ১৯ বছরের এক দলিত তরুণী। আট মাস পরে মারা যান তিনি। দোষীদের শাস্তির দাবিতে ওড়িশাজুড়ে বিক্ষোভ শুরু হয়। সেই সময় অভিযুক্তদের আড়াল করার অভিযোগ ওঠায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন প্রদীপ মহারথী। ২০১৪ সালে ফের তাঁকে মন্ত্রী করে নবীন পট্টনায়েক সরকার। কিন্তু এবছর জানুয়ারিতে ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তি আদালতে বেকসুর মুক্তি পাওয়ায় ধর্ষিতা ন্যায় পেয়েছেন বলে বিতর্ক বাড়িয়েছিলেন তিনি। যার জেরে ফের পদত্যাগ করতে হয় তাঁকে। তবে এবারের বিধানসভা নির্বাচনে তাঁর উপর ভরসা হারাননি বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়েক।
এদিকে, রবিবার সন্ধ্যায় ভুবনেশ্বরের ডেল্টা স্কোয়ারে ভুবনেশ্বর (সেন্ট্রাল)-এর বিজেপি প্রার্থী জগন্নাথ প্রধানের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। তবে বিজেপি প্রার্থীর কোনও আঘাত লাগেনি বলেই পুলিস সূত্রে খবর। এই ঘটনার খানিকবাদেই শহরের ঝারপদায় এই কেন্দ্রের বিজেডি প্রার্থী তথা ভুবনেশ্বরের প্রাক্তন মেয়র অনন্তনারায়ণ জেনার গাড়িতে বোমা ছোঁড়ে একদল দুষ্কৃতী। মাথায় এবং হাতে আঘাত নিয়ে বর্তমানে ক্যাপিটাল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। গোটা ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক-বিরোধী দু’পক্ষ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়েকও।
অন্যদিকে, তৃতীয় দফার নির্বাচনী প্রচারের শেষদিন কেওনঝাড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঘাসিপুরায় গিয়েছিলেন ওড়িশার প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়েক। সেখানেই রবিবার সন্ধ্যায় তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাদের হাত থেকে রক্ষা পাননি ঘাসিপুরা বিধানসভার কংগ্রেস প্রার্থীও। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাঁদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মারধরের সঙ্গে জড়িত সন্দেহে ছ’জনকে আটক করেছে পুলিস। রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। তার আগের এই পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসনের।