উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
জেলাশাসক পি উলগানাথন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশমতো অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকর্মীদেরও সুষ্ঠুমতো বুথে পাঠানো হয়েছে। পুলিস সুপার মুকেশ কুমার বলেন, কমিশনের নির্দেশমতো প্রায় সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকছে। ভোট নিয়ে অশান্তি রুখতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে পুলিস ও প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট দুই কেন্দ্রের মোট বুথের ৯৬শতাংশ অর্থাৎ, ৩৫২২টি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। একটি, দু’টি ও তিনটি বুথযুক্ত প্রেমিসেসে অর্ধেক সেকশন, চারটি, পাঁচটি ও ছ’টি বুথওয়ালা প্রেমিসেসে এক সেকশন করে জওয়ান থাকবে। এরবাইরে ৩০০টি বুথে ওয়েবকাস্টিং করা হবে। দিল্লি ও কলকাতা থেকে নির্বাচন কমিশনের আধিকারিকররা সংশ্লিষ্ট বুথগুলির ভোটের গতিবিধি নজর রাখতে পারবেন। ২০০টি বুথে সিসিটিভি, ভিডিও ক্যামেরা, সেক্টর, আরটি মোবাইল, কিউআরটি বাহিনী গড়া হয়েছে।
আজ, সকাল ৭টায় মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ১১। তাঁরা হলেন-তৃণমূলের আবুতাহের খান, সিপিএমের বদরুদ্দোজা খান, কংগ্রেসের আবু হেনা, বিজেপির হুমায়ুন কবীর, এসইউসিআইয়ের কামরুজ্জামান খন্দেকার, জামাত-ই-সেরাতুল মুস্তাকিমের মহম্মদ হাবিবুর রহমান, বিএসপির মিজানুল হক ও বিএমপির ধনঞ্জয় সরকার। নির্দল হিসেবে আবু হেনা, হুমায়ুন কবীর ও মহম্মদ জালালুদ্দিন মণ্ডল লড়াই করছেন। এই কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রে ১৯০৭টি বুথ রয়েছে। ভোটার সংখ্যা ১৭লক্ষ ২১হাজার ৯৩২জন।
জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেও প্রার্থীর সংখ্যা ১১। তাঁরা হলেন- তৃণমূলের খলিলুর রহমান, সিপিএমের মহম্মদ জুলফিকার আলি, কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায়, বিজেপির মাফুজা খাতুন, এসডিপিআইয়ের মহম্মদ তাইদুল ইসলাম, এসইউসিআইয়ের মহম্মদ সামিরুদ্দিন, ডব্লুপিআইয়ের সৈয়দ কাসিম রসুল ইলিয়াস, বিএসপির শামিমুল ইসলাম ও পিজেপির ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। এরবাইরে নির্দল হিসেবে অভিজিৎ খামারু ও প্রসাদ হালদার লড়াই করছেন। এই কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৭৬২টি। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৬লক্ষ ১২হাজার ৭৭৫।
সংশ্লিষ্ট দু’টি কেন্দ্রের ভোটগ্রহণের জন্য প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে মোট বুথ সংখ্যা ৩৬৬৯টি। প্রতি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার সহ চারজন করে মোট ১৪হাজার ৬৭৬জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। এরবাইরে মাইক্রো অবজার্ভার ও বেশ কিছু রিজার্ভ ভোটকর্মী আছেন। এদিন সকাল থেকেই মুর্শিদাবাদ কেন্দ্রের ডিসিআরসি সুভাষচন্দ্র কলেজ, বহরমপুর কলেজ, ডোমকল গার্লস কলেজ ও তেহট্ট হাইস্কুল এবং জঙ্গিপুর কেন্দ্রের ডিসিআরসি রঘুনাথগঞ্জ বয়েজ হাইস্কুল, জঙ্গিপুর পলিটেকনিক কলেজ, নবাব বাহাদুর ইনস্টিটিউশন ও কান্দির রাজ কলেজে ভোটকর্মীদের ভিড় ছিল। কয়েকজন ভোটকর্মী অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন বহরমপুর শহরের গির্জামোড়ে পথ অবরোধও করেন। প্রশাসনের হস্তক্ষেপে তা দ্রুত মিটে যায়। সকাল থেকেই ইভিএম, প্রয়োজনীয় নথিপত্র, টুথপেস্ট, ওষুধ, হাত ধোয়ার সাবান প্রভৃতি নিয়ে ভোটকর্মীরা বুথের উদ্দেশে রওনা দেন। যদিও, প্রশাসনের আধিকারিকরা দাবি করেন, অভিযোগ ঠিক নয়। সন্ধ্যার মধ্যে পুলিস পাহারায় ভোটকর্মীদের বুথে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই কেন্দ্রের বিপুল সংখ্যক ভোটার কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কিছু এদিন জেলায় ফেরেন। যারফলে, এদিন বাসস্ট্যান্ড ও স্টেশনে ভিড় ছিল।