উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
জানা গিয়েছে, এই সময়ে যে সমস্ত পর্যটক শ্রীলঙ্কায় যেতে আগ্রহী, তাঁদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করার জন্য বার্তা দিয়েছে দুই দেশের সরকার। মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে, কোনওরকম সতর্কবার্তা পাওয়ার আগেই জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যানবাহন, বাজার, শপিং মল, সরকারি অফিস, হোটেল, ক্লাব, রেস্তরাঁ, ধর্মীয় স্থান বা বিমানবন্দরে হামলা চালাতে পারে জঙ্গিরা। যে সমস্ত মার্কিন নাগরিক বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছেন, তাঁদের সকলকে নিরাপত্তা বিষয়ে প্রতি মুহূর্তের আপডেট পেতে স্মার্ট ট্র্যাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নাম লেখানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কানাডা সরকারের তরফে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আপনি কোথায় ঘুরতে যাবেন, সেই সিদ্ধান্ত একান্তই আপনার। বিদেশে নিজের সুরক্ষার ভারও আপনার।’