উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে সঙ্গীত জগতে প্রবেশ তার। পরে মা বৈশাখী চৌধুরী ভর্তি করিয়ে দিয়েছিলেন ড্রামসের ক্লাসে। সেই থেকে সঙ্গীতই ধ্যান-জ্ঞান দীপরাজের। ঠিক করে নিয়েছে সঙ্গীত জগৎকেই কেরিয়ার হিসেবে বেছে নেবে। ব্যান্ডের পাশাপাশি মায়ের অনুষ্ঠানে পারকাশনিস্ট হিসেবে থাকছে দীপরাজ। ছেলে সঙ্গীতকে কেরিয়ার করার সিদ্ধান্ত নেওয়ায় একদিকে যেমন গর্বিত তাঁর মা, তেমনই সতর্কও বটে। বৈশাখীর কথায়, ‘আমাদের পরিবারটাই মিউজিক্যাল। ছেলে তা নিয়েই এগতে চাইছে এর থেকে গর্বের আর কী বা হতে পারে। তবে আমি ওকে বলি, পড়াশোনাটাকে সঙ্গে রেখে মিউজিককে সময় দিক। ওর বাবাও সেটাই বলতেন। বাবার ইচ্ছা ও পূরণ করুক।’
শুভম বসু