উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
অক্ষয়, রোহিত ও করণ জোহরের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাট লিখেছেন, ‘সূর্যবংশী টিমের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই উত্তেজিত।’ পাল্টা ক্যাটরিনার উদ্দেশে অক্ষয় ট্যুইটারে লিখেছেন, ‘আমাদের পুলিসের দুনিয়ায় তোমায় স্বাগত।’ শোনা যাচ্ছে, ছবিতে অক্ষয়ের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে ক্যাটকে। তিনি অক্ষয়ের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে দুর্নীতির মোকাবিলা করবেন। ছবিতে রয়েছেন অজয় দেবগণ ও রণবীর সিং। ইতিমধ্যেই ছবিতে অক্ষয়ের ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। ক্যাটরিনাও নাকি পোস্টার শ্যুট করে ফেলেছেন। এখন সেই লুকেরই অপেক্ষা। প্রসঙ্গত সলমনের সঙ্গে ক্যাটরিনার নতুন ছবি ‘ভারত’ মুক্তি পাবে ঈদে।
নিজস্ব প্রতিনিধি