উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
তরুণবাবু বলেন, রবিবার গভীর রাতে মিঠুনের বাল্য বন্ধু কলকাতা হাইকোর্টের আইনজীবী বিমান সরকার ফোন করে বলেন, মিঠুনকে সঙ্গে নিয়ে তারাপীঠ যাচ্ছি। রাত ১টা নাগাদ গাড়ি ছাড়ব। ভোরে পুজো দিয়েই বেরিয়ে আসব। সংবাদ মাধ্যম বা অন্য কাউকে জানাতে তিনি নিষেধ করেন। সেই মতো এদিন ভোর ৫টা নাগাদ তিনি তারাপীঠ আসেন। আগে থেকেই জবার মালা, গোলাপ জল, অগুরু, বেনারসি শাড়ি দিয়ে পুজোর ডালা সাজিয়ে রেখেছিলাম। তিনি মন্দিরে এসে ভক্তিভরে মাকে স্পর্শ করে বেনারসি শাড়ি পরিয়ে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে চলে যান।