উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রের কুশমণ্ডি ও বুনিয়াদপুর এলাকার পাঁচটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড় গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে বুথের সামনে ধর্নায় বসেন। এদিন বিকেলে কুশমণ্ডি থানার বালাশপুর ৩/১১৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। গ্রামের মহিলারা রাজ্য পুলিসকে দেখে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান। পরবর্তীতে সেক্টর অফিসার আশ্বাস দেওয়ায় গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন। অপরদিকে বুনিয়াদপুর শহরে বিকেল থেকে চকসাদুল্লা ১৮৪, বরাইল বুনিয়াদপুর প্রাইমারি স্কুলের ১৭৬, বুনিয়াদপুর প্রাইমারি স্কুলের ১৭৩ ও শিবপুর শিশুশিক্ষা কেন্দ্রের ১৭৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ধর্নায় বসেন এলাকাবাসী। রাজ্য পুলিসের উপর গ্রামবাসীদের আস্থা না থাকায় লোকসভা নির্বাচনে গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলেন। তবে ঘটনা স্থলে নির্বাচন দপ্তরের আধিকারিকরা পৌঁছলেও কোনও কাজ হয়নি। শিবপুর শিশুশিক্ষা কেন্দ্রের সেক্টর অফিসার গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন। সোমবার রাত আটটার সময়ও চকসাদুল্লা, বরাইল ও বুনিয়াদপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে অবস্থান বিক্ষোভ করতে থাকেন গ্রামবাসীরা। গ্রামবাসী তপতী দাস বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে যা ঘটেছে তাতে রাজ্য পুলিস থাকলে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবিতে অনড়। কেন্দ্রীয় বাহিনী না থাকলে কেউ ভোট দিতে পারবেন না।