ওয়াংখেড়েতে বুমরাহের দাপটে তছনছ লখনউ ব্রিগেড, ৫৪ রানে জয়ী মুম্বই
আজ, রবিবার ওয়াংখেড়েতে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসদের ৫৪ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন সূর্যকুমারদের তোলা ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পন্থ ব্রিগেড। দলের ১৮ রানের মাথায় আইডেন ৯ রান করে আউট হন।