বিস্মৃতির অন্তরালে ডেভিড ওয়াল্ডি
ডাঃ ওয়াল্ডি। পুরো নাম ডাঃ ডেভিড ওয়াল্ডি। বরানগরের এই বাসিন্দা আজ এক বিস্মৃতপ্রায় নাম। বরানগরে তাঁর সালফিউরিক অ্যাসিডের ব্যবসা ছিল। এই অঞ্চলের প্রখ্যাত সমাজ সংস্কারক শশীপদ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেবামূলক কাজের একজন বিশেষ উৎসাহদাতা ছিলেন তিনি।