পড়ার বিষয় ইতিহাস অনুসন্ধান
মানুষের ইতিহাস শুধুমাত্র বইয়ে লেখা থাকে না। তা লুকিয়ে রয়েছে মাটির তলায়। সেই লুুকিয়ে থাকা ইতিহাস আবিষ্কার করার বিজ্ঞানই হল আর্কিওলজি। হরপ্পা-মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতা, মিশরের পিরাপিড, মমি, মেক্সিকোর মায়া সভ্যতা—এইসব ইতিহাসে মোড়া বিস্ময় আজও টানে মানুষকে।