উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ে শ্যুটিং শুরু হয়েছে দু’টি সেটে। একটি গোরেগাঁওয়ে অপরটি দক্ষিণ মুম্বইয়ে। ফিল্ম সিটিতে চুলবুলের বাড়ি তৈরি করা হয়েছে। কিছু কিছু দৃশ্য আবার ফিল্ম সিটির মন্দিরে শ্যুট করা হবে। বর্ষা আসার আগেই গোয়াতে শ্যুটিং শুরু হবে। ক্লাইম্যাক্স শ্যুট হবে ওয়াইতে। আবার রাজস্থানে স্থানীয় সংস্কৃতির উপর ভিত্তি করে একটি গানের শ্যুট হবে। বাকি গানগুলি দেশের বাইরে শ্যুট করা হবে। সলমন খান এবার কোনও গ্যাংস্টার বা ক্রিমিনালের চরিত্রে নেই। তবে আরও একবার তিনি পুলিসের চরিত্রে। এই ছবিটি মূলত দেখাবে কীভাবে চুলবুল পাণ্ডের উত্থান হল।
নিজস্ব প্রতিনিধি