উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
মুম্বইয়ের কাজের ব্যস্ততার জন্য টলিউডে এখন কম কাজ করেন পূজা। সেখানে নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। বিরতির পর গত বছর ‘হইচই আনলিমিটেড’ ছবিতে দেখা গিয়েছিল পূজাকে। বলছিলেন, ‘অফার তো আসতেই থাকে। কিন্তু এখন বেছে বেছে কাজ করি। টলিউডে ভালো অফার পেলে তাহলেই কাজ করব।’ ছবির শ্যুটিং প্রায় শেষ। বাকি রয়েছে শুধু এই আইটেম গানের শ্যুটিং।
নিজস্ব প্রতিনিধি