উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
ইস্টারের প্রার্থনায় যখন ঢল নেমেছিল মানুষের, তখনই বেছে বেছে চারটি গির্জা এবং তিনটি পাঁচতারা হোটেলে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায়স্বীকার না করলেও কলম্বো ও আশপাশের এলাকা থেকে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনায় স্থানীয় গোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে)-এর হাত রয়েছে বলে মনে করছে সেদেশের প্রশাসন। এরই মধ্যে সোমবার সকালে আরও একটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করে সেনা।
ধারাবাহিক বিস্ফোরণের জেরে সোমবার দেশজুড়ে তল্লাশি চালানো হয়। আর সেই অভিযানেই সেন্ট্রাল কলম্বো বাসস্ট্যান্ড থেকে ৮৭টি ডিটোনেটর উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, প্রথমে বাসস্ট্যান্ড চত্বরে ১২টি বোমা ডিটোনেটর খুঁজে পায় তারা। তারপর আরও তল্লাশিতে মেলে বাকি ৭৫টি। এছাড়া রাজধানীর প্রধান বিমানবন্দরের খুব কাছে একটি তাজা পাইপ বোমা উদ্ধার করে সেদেশের বায়ুসেনা। পরক্ষণেই সেটিকে নিষ্ক্রিয় করা হয়। পুলিস জানিয়েছে, দেশেই বোমাটি তৈরি করা হয়েছিল। বিমানবন্দর যাওয়ার পথে রাস্তার ধারে পড়েছিল ছ’ফুটের এই পাইপ বোমাটি। সেটি আইইডি বোমা বলে জানিয়েছে বায়ুসেনার এক মুখপাত্র। বাসস্ট্যান্ড ও বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরক পাওয়ার পরেই পুলিসের অনুমান, বেশি মানুষের জমায়েত হয়, এমন জায়গাগুলিকে টার্গেট করেছিল হামলাকারীরা।
কিন্তু, এত বড় বিস্ফোরণের নেপথ্যে কারা? কলম্বোর দাবি, মূলচক্রী জঙ্গিগোষ্ঠীকে চিহ্নিত করে ফেলেছে তারা। ইতিমধ্যেই ওই গোষ্ঠীর ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের স্বাস্থ্যমন্ত্রী তথা সরকারের মুখপাত্র রাজিতা সেনারত্নে জানিয়েছেন, ‘শ্রীলঙ্কা প্রশাসন মনে করে, রবিবারের নাশকতার পিছনে রয়েছে স্থানীয় মুসলিম কট্টরপন্থী জঙ্গি সংগঠন এনটিজে। কিন্তু, তাদের সম্পর্কে কার্যত কোনও তথ্যই সেদেশের গোয়েন্দাদের হাতে নেই। এই জঙ্গিদের মাথা কে, কারাই বা এই পরিকল্পিত হামলা চালাল, কোনও জটই খুলতে পারছেন না তাঁরা। আর তাই সেনারত্নে মনে করছেন, এই জঙ্গিদের পিছনে কোনও আন্তর্জাতিক গোষ্ঠীর সমর্থন থাকতে পারে।
ইতিমধ্যেই বিস্ফোরণের তদন্তে তিন সদস্যের কমিটি গড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা। এদিন দেশের পরিস্থিতি নিয়ে ফের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানেই সোমবার মধ্যরাতে দেশজুড়ে শর্তাধীন জরুরি অবস্থা জারি করার কথা ঘোষণা করা হয়। পাশাপাশি, রাত ৮টা থেকে ভোট ৪টে পর্যন্ত নতুন করে কার্ফু জারিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রবিবার রাতে দেশজুড়ে কার্ফু জারি করেছিল সিংহল প্রশাসন।