Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

 মেদিনীপুরে দেবীবরণ। নিজস্ব চিত্র

জেলাজুড়ে শান্তিতে ঘাটে ঘাটে বিসর্জন পর্ব,
চলবে কাল পর্যন্ত মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা  

বিএনএ, বহরমপুর: শান্তিপূর্ণভাবেই মুর্শিদাবাদে বিসর্জন পর্ব শেষ হল। দশমীর বিকেল থেকেই বিসর্জন শুরু হয়। বহরমপুরে গঙ্গার ২৬টি ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়। এছাড়া লালবাগ, জিয়াগঞ্জ, সাগরদিঘিতেও গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। কান্দিতে ময়ূরাক্ষী, কানা ময়ূরাক্ষী সহ বিভিন্ন নদীতে পুজো উদ্যোক্তারা প্রতিমা বিসর্জন দেন। একাদশীর বিকেলে সালারের তালিতপুর গ্রামে বিসর্জন নিয়ে উত্তেজনা ছড়ায়। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিস জানিয়েছে, অধিকাংশ বড় মণ্ডপের প্রতিমা দশমীর রাতেই নিরঞ্জন হয়। একাদশীর দিনেও বেশ কিছু বড় মণ্ডপের প্রতিমা গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন চলে। কাল, শুক্রবারও জেলার কয়েকটি মণ্ডপের প্রতিমা গঙ্গায় বিসর্জন দেওয়া হবে। একাদশীর পরের দিন বৃহস্পতিবার হওয়ায় আরও একদিন মণ্ডপেই বেশ কিছু প্রতিমা রাখা হয়। তবে শুক্রবার জেলার সমস্ত প্রতিমায় বিসর্জন হয়ে যাবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। জেলার পুলিস সুপার মুকেশ কুমার বলেন, প্রতিটি ঘাটেই শান্তিতে বিসর্জন হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর নেই। সব ঘাটেই পুলিসি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এবছর বহরমপুর শহরে অনুমতি নিয়ে ৪৭টি পুজো হয়েছিল। অনুমতি ছাড়া আরও বেশ কিছু পুজো হয়। একইভাবে লালবাগ, কান্দি, লালগোলাও পুজোর সময় জমজমাট ছিল। লালবাগের বেশ কিছু পুজো কমিটি শোভাযাত্রা করে প্রতিমা নদীর ঘাটে নিয়ে যায়। তার আগে চলে সিঁদুর খেলা। তবে অন্যান্য বারের মতো এবারও শহরের বেশ কিছু জায়গায় শব্দ দানবের তাণ্ডব চলে। নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়েছে। স্থানীয়রা বলেন, আগে আরও বেশি নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হতো। এবার সেই তুলনায় অনেক কম শব্দবাজি ফাটানো হয়েছে। বহরমপুরের বাসিন্দা অর্ঘ দাস বলেন, গঙ্গার ঘাটে দেবী বিসর্জন পর্ব দেখতে বহু লোক ভিড় করেছিলেন। ঘাটগুলি সাজানো হয়েছিল। ভিড়ের সুযোগে অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিসের বন্দোবস্ত করা হয়েছিল। অন্যদিকে দূষণ রুখতে পুরসভার পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিসর্জন পর্ব শেষ হওয়ার পরেই কাঠামো তুলে আনা হয়। শহরের আরেক বাসিন্দা সোমনাথ মণ্ডল বলেন, দশমীর বিকেল থেকে প্রতিমা বের করে আনা হয়। অনেক কমিটিই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল। তবে বৃষ্টির জন্য কোথাও কোথাও বিসর্জন পর্বে বিঘ্ন হয়। বৃষ্টির মাঝেই প্রতিমা ঘাটে আনা হয়।
তবে এবার পুজোর আনন্দ থেকে ব্রাত্য ছিল ফরাক্কার হোসেনপুরসহ বেশ কিছু গ্রাম। বন্যার জন্য এই ব্লকের তিন চারটি গ্রাম প্লাবিত হয়েছিল। এখনও সেখানে ভাঙন চলছিল। এবার পুজোর দিনগুলিও আর দশটা দিনের মতোই এখানকার বাসিন্দাদের কেটে গিয়েছিল। জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল বলেন, ডোমকল, জঙ্গিপুর, কান্দিসহ জেলার সর্বত্রই উৎসবের আমেজ ছিল। পুজোর দিনগুলিতে জেলাজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিসর্জন পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সব পুজো কমিটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। পুলিসের দাবি, এবার পুজোর দিনগুলিও জেলার সর্বত্রই শান্তিপূর্ণভাবে কেটেছে। পুলিস বিশেষ অভিযান করায় এবার বাইক দুর্ঘটনা কম হয়েছে। এছাড়া ইভটিজিং রুখতে সাদা পোশাকেও পুলিস বিভিন্ন মণ্ডপে পাহারা দিয়েছিল। বিসর্জনের সময়ও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছিল। পুলিস সুপার বলেন, কোন পুজো কমিটি কোন রুটে মূর্তি নিয়ে যাবে তা আগেই ঠিক হয়ে গিয়েছিল। গঙ্গার প্রতিটি ঘাটেই যথেষ্ট সংখ্যক পুলিস ছিল। কোথাও কেউ গণ্ডগোল করেনি। দশমী ও একাদশীতে অধিকাংশ প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। বাকি থাকা প্রতিমা শুক্রবার বিসর্জন হয়ে যাবে। তবে দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ফের লক্ষ্মীপুজো ঘিরে উৎসবের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেক দুর্গাপুজোর মণ্ডপেও লক্ষ্মীপুজোর আয়োজন করা হচ্ছে।  

দশমীর সিঁদুরখেলা, রাবণপোড়া ঘিরে মাতোয়ারা পূর্ব মেদিনীপুর 

বিএনএ, তমলুক: বিজয়ার সিঁদুর খেলা ও রাবণপোড়া উৎসবে মাতল গোটা পূর্ব মেদিনীপুর জেলা। পুজো শেষে মাকে বিদায় জানানোর মুহূর্তে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন কিশোরী, তরুণী সহ বিভিন্ন বয়সের মেয়েরা। মহিলা পরিচালিত পুজো কমিটির মণ্ডপে উচ্ছ্বাসের ছবিটা ছিল আরও কয়েকগুণ বেশি।  
বিশদ

কর্মসংস্থানের লক্ষ্যে জেলায় চালু হতে চলেছে জব ফেয়ার 

বিএনএ, কৃষ্ণনগর: বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে জেলায় হতে চলেছে জব ফেয়ার। ফ্লিপকার্ট-অ্যামাজনের মতো সংস্থাও তাতে অংশগ্রহণ করবে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রাথমিকভাবে আলোচনা হয়ে গিয়েছে।  
বিশদ

জিয়াগঞ্জে শিক্ষক, অন্তঃসত্ত্বা স্ত্রী,
ছেলেকে কুপিয়ে খুন, রহস্য

বিএনএ, সাগরদিঘি ও সংবাদদাতা, লালবাগ: দশমীর সকালে জিয়াগঞ্জের লেবুবাগানে বাড়িতে ঢুকে এক দম্পতি ও তাঁদের ৬ বছরের ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। পুলিস জানিয়েছে, মৃতদের নাম বন্ধুপ্রকাশ পাল (৪২), বিউটি মণ্ডল (৩২) ও বন্ধুঅঙ্গন পাল (৬)। প্রকাশবাবু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাঁর ঘাড়ে চপার জাতীয় ধারালো কোনও অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
বিশদ

১ নভেম্বর থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হচ্ছে বাঁকুড়ায় 

সংবাদদাতা, বিষ্ণুপুর: বাঁকুড়ায় ১ নভেম্বর চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হবে। রাজ্য সরকার এবার কুইন্টাল পিছু ১৮১৫ টাকা দাম ধার্য করেছে। আগামী ১৬ অক্টোবর থেকে চাষিদের নাম নথিভুক্ত করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রশাসন ও খাদ্য দপ্তরের বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গত বছর সহায়ক মূল্যে কুইন্টাল পিছু ধানের দর ছিল ১৭৫০ টাকা।  
বিশদ

সদা হাস্যময় শিক্ষকের খুন মানতে পারছেন না জিয়াগঞ্জের বাসিন্দারা
দশমীর সকালে সপরিবারে নিহত 

সুখেন্দু পাল, সাগরদিঘি ও আনন্দ দাস, লালবাগ, বিএনএ ও সংবাদদাতা: সদা হাস্যময় ও অত্যন্ত ভদ্র স্বভাবের শিক্ষক ও তাঁর স্ত্রী এবং ছেলের খুনের ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না জিয়াগঞ্জের লেবুবাগান এবং সাগরদিঘির সাহাপুরের প্রতিবেশীরা।  
বিশদ

আবার এসো মা, চোখের জলে আকুতি বাসিন্দাদের
এগিয়ে আসছে গঙ্গা, দু্র্যোগ মাথায় নিয়ে ফরাক্কার ডিয়ার ফরেস্টে মায়ের আরাধনা 

বিএনএ, বহরমপুর: পুজোর চারদিনও ফরাক্কার ডিয়ার ফরেস্ট গ্রামে জল থইথই করছিল। কখনও মোহন ঘোষের উঠোনে জল উঠছিল আবার কখনও পরাণ ঘোষের বারান্দায় জলের ঢেউ ধাক্কা দিচ্ছিল। এত দুর্যোগের মধ্যেও মায়ের আরাধনা করতে ভুলে যায়নি ফরাক্কার প্রত্যন্ত এই গ্রাম।  
বিশদ

দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে দুই গ্রামের ৩টি প্রতিমাকে জানানো হয় আমন্ত্রণ
কয়েক ঘণ্টার মেলায় জমে উঠল রামপুরহাটের আদিবাসী অধ্যুষিত নাককাটি মায়ের জঙ্গল 

সংবাদদাতা, রামপুরহাট: দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে কয়েক ঘণ্টার মেলায় জমে উঠল ঝাড়খণ্ড সীমানা লাগোয়া রামপুরহাট থানার আদিবাসী অধ্যুষিত নাককাটি মায়ের জঙ্গল। প্রতিবছর একাদশীতে শতাব্দী প্রাচীন এই মেলার আয়োজন করে আসছেন এলাকার আদিবাসীরাই।  
বিশদ

রামপুরহাটে পুজোমণ্ডপে হামলা ও কমিটির কর্মকর্তাদের বেধড়ক
মারধরের অভিযোগ তৃণমূল নেতার দুই ছেলে, সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে 

সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এক পুজো মণ্ডপে হামলা ও কমিটির কর্মকর্তাদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওয়ার্ডেরই এক তৃণমূল নেতার দুই ছেলে ও তাঁদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এই ঘটনায় কমিটির পক্ষ থেকে ওই তৃণমূল নেতার দুই ছেলে সহ সাতজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
বিশদ

তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খুন, অভিযুক্ত বিজেপি
পাঁশকুড়ায় ‘সুপারি কিলার’ এসেছিল ঝাড়খণ্ড থেকে, দাবি শুভেন্দুর 

শ্রীকান্ত পড়্যা, পাঁশকুড়া, বিএনএ: নবমীর রাতে পাঁশকুড়া থানার মাইসোরা বাজারে দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন পাঁশকুড়া ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা (৩২)। মৃতের স্ত্রী সৈয়দা সাবানা বানু খাতুন মাইসোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান।  
বিশদ

গাড়ি ও বাইকের দাপট রুখতে অভিযান 
পুজোয় বর্ধমানে দেড় লক্ষ টাকার বেশি
জরিমানা আদায় পুলিসের, ৫৯০টি মামলা

বিএনএ, বর্ধমান: এবার পুজোয় বর্ধমান শহরে বাইক ও গাড়ির দাপট রুখতে কড়া হাতে আগাম ব্যবস্থা নিয়েছিল পূর্ব বর্ধমান জেলা পুলিস। ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিসের তরফে ঘোষণাও করা হয়েছিল। 
বিশদ

গাড়ি ও বাইকের দাপট রুখতে অভিযান
পুজোয় বর্ধমানে দেড় লক্ষ টাকার বেশি
জরিমানা আদায় পুলিসের, ৫৯০টি মামলা 

বিএনএ, বর্ধমান: এবার পুজোয় বর্ধমান শহরে বাইক ও গাড়ির দাপট রুখতে কড়া হাতে আগাম ব্যবস্থা নিয়েছিল পূর্ব বর্ধমান জেলা পুলিস। ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিসের তরফে ঘোষণাও করা হয়েছিল। তারই জেরে মহালয়ার দিন থেকে বিজয়া দশমী পর্যন্ত শুধুমাত্র বর্ধমান শহরে বাইক ও গাড়ি মিলিয়ে ৫৯০টি মামলা করেছে পুলিস।  
বিশদ

নবমীতে পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবালকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য
বোলপুরে সমস্ত পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত 

সংবাদদাতা, শান্তিনিকেতন: নবমীর সন্ধ্যায় বোলপুরের পুরসভা পরিচালিত পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নাবালকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অর্জুন মাল(১১)। দুর্ঘটনার জেরে আপাতত অনির্দিষ্টকালের জন্য বোলপুরের পার্কগুলি বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
বিশদ

গঙ্গার জলস্তর কমতেই
সামশেরগঞ্জে ভাঙনের থাবা, ভিটেমাটি হারানোর আতঙ্কে বাসিন্দারা  

সংবাদদাতা, জঙ্গিপুর: গঙ্গার জল কিছুটা কমতেই সামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় ফের ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের ধানঘড়ায় প্রায় ২০০মিটার এলাকা গিলে খেয়েছে গঙ্গা। ভিটে ও জমিজমা হারানোর আতঙ্কে ভুগছেন ধানঘড়া ও কামালপুর গ্রামের বাসিন্দারা। 
বিশদ

বৃষ্টিতে বাধা, প্রথা ভেঙে একাদশীতে হল আউশগ্রামের শতবর্ষ প্রাচীন ‘দুর্গা কার্নিভাল’ 

সংবাদদাতা, গুসকরা: দশমীর রাতে রীতি অনুসারে আউশগ্রামের উত্তর রামনগরের বারোসতীর ডাঙায় শোভাযাত্রার মধ্যদিয়ে এলাকার দুর্গা প্রতিমা বিসর্জনের প্রথায় এবার ছেদ পড়ল। মঙ্গলবার বিকাল থেকে অবিরাম বৃষ্টির জন্য্ বুধবার একাদশীর দিন সকালে শোভাযাত্রার মধ্যদিয়ে প্রতিমা বিসর্জন করা হল। 
বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে পাশাপাশি দেখা গিয়েছে দিদি-মোদির ফ্লেক্স। পুজো প্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি’র রাজ্য সভাপতি দিলিপ ঘোষের অভিনন্দনজ্ঞাপক ফ্লেক্সের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জলপারইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো যত এগিয়েছে, ততই কমেছে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা। সিইএসসি সূত্রের খবর, মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটি থাকায় এবং মাঝে-মধ্যে বৃষ্টির জেরে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ক্রমশ কমেছে।  ...

জম্মু, ৯ অক্টোবর (পিটিআই): আরও একবার নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান। বুধবার পুঞ্চের কৃষ্ণঘাঁটি ও বালাকোট সেক্টরে সারারাত ধরে গুলি চালায় পাক সেনা। ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি তারা সীমান্তবর্তী গ্রামগুলিকেও টার্গেট করে। ...

স্টকহোম, ৯ অক্টোবর (এপি ও এএফপি): লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির স্বীকৃতি। ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আমেরিকার জন গুডএনাফ, ব্রিটেনের স্ট্যানলি হোয়াটিংহ্যাম ও জাপানের আরিকা ইয়োশিনো। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে একথা জানানো হল।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মানসিক স্বাস্থ্য দিবস
১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম
১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু দত্তের মৃত্যু
২০১১: গজল গায়ক জগজিৎ সিংয়ের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৮৫.৩৯ টাকা ৮৮.৫৪ টাকা
ইউরো ৭৬.৬০ টাকা ৭৯.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৩ রাত্রি ৭/৫২। শতভিষা ৫১/৩৮ রাত্রি ২/১৪। সূ উ ৫/৩৪/৩৩, অ ৫/১৩/১৭, অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১/২২ গতে ২/৫৪ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৫ গতে উদয়াবধি, বারবেলা ২/১৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২৪ গতে ১২/৫৭ মধ্যে। 
২২ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৭/৪২ রাত্রি ৭/৫৩/৫২। শতভিষা ৫৪/১৮/১৬ রাত্রি ৩/১৮/৫, সূ উ ৫/৩৪/৪৭, অ ৫/১৪/৪৭, অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ১/১৩ গতে ২/৪৪ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/১৩ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৫ মধ্যে ও ৪/১ গতে ৫/৩৫ মধ্যে, বারবেলা ৩/৪৭/১৭ গতে ৫/১৪/৪৭ মধ্যে, কালবেলা ২/১৯/৪৭ গতে ৩/৪৭/১৭ মধ্যে, কালরাত্রি ১১/২৪/৪৭ গতে ১২/৫৭/১৭ মধ্যে। 
মোসলেম: ১০ শফর 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: ব্যবসায় যুক্ত হলে ভালো। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় বেশি বিনিয়োগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
মানসিক স্বাস্থ্য দিবস১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু ...বিশদ

07:03:20 PM

২০১৮ সালে সাহিত্যে নোবেল পাচ্ছেন পোল্যান্ডের ওলগা তোকারজুক এবং ২০১৯ সালে সাহিত্যে নোবেল পাবেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকা

05:15:00 PM

দ্বিতীয় টেস্ট, প্রথম দিন: ভারত ২৭৩/৩ 

04:43:00 PM

সিউড়ি বাজারপাড়ায় পরিত্যক্ত দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল, চাঞ্চল্য 

04:27:12 PM

মুর্শিদাবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ 
রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে ...বিশদ

03:34:00 PM