বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
জানা যাচ্ছে অর্থমন্ত্রক প্রস্তাব দিয়েছে আকর্ষণীয় স্বেচ্ছাবসর প্যাকেজের। এদিকে এই সংস্থার কমী ইউনিয়ন দিল্লির সঞ্চার ভবনের সামনে অনশন আন্দোলনও শুরু করেছে। কারণ আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন মিলছে না। আজ সঞ্চার ভবনের সামনে আন্দালনে বসা কর্মী ইউনিয়নগুলি স্লোগান দিয়ে বলেছে ভারতবাসী এবার জেগে উঠুন। কারণ আজ বিএসএনএল, কাল এনটিপিসি, পরশু রেল। একের পর এক সরকারি লাভজনক সংস্থা বন্ধ করে দেওয়া হচ্ছে কিংবা বিক্রি করা হচ্ছে। বেসরকারি হাতে চলে যাচ্ছে যাবতীয় সরকারি সংস্থা। ওই আন্দোলনকারীদের দাবি, এরপর ব্যাঙ্কের পালা।
প্রশ্ন উঠেছে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি যেখানে এত বিপুল মুনাফা করে চলেছে, সেখানে কেন সরকারি টেলিকম সংস্থার এই হাল? উল্লেখ্য, সরকারি টেলিকম সংস্থার অর্থসঙ্কট চলছে দীর্ঘদিন ধরেই। বেতন মাঝেমধ্যেই বন্ধ থাকছে। কিন্তু এবার বন্ধ হয়ে যাওয়ার ভ্রুকুটির জেরে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে সংস্থার সর্বস্তরের কর্মীদের মধ্যে।