Bartaman Patrika
দেশ
 
 

 বুধবার দেবীবরণের পর সিঁদুর খেলার সময় মহিলাদের নৃত্য। কলকাতায় তোলা অতূণ বন্দ্যোপাধ্যায়ের ছবি।

আধারে ভুল ত্রুটি থাকলেও পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে অসুবিধে হবে না, সিদ্ধান্ত মন্ত্রিসভার 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৯ অক্টোবর: আধারে ভুল ত্রুটি থাকলেও পিএম কিষাণ প্রকল্পে বছরে ছ’ হাজার টাকা পেতে কোনও অসুবিধে হবে না। আপাতত সিদ্ধান্ত নিল মোদি সরকার। লক্ষ্য গোটা দেশের ১৪ কোটি কৃষি জমির মালিককে এই প্রকল্পে টাকা দেওয়া। বরাদ্দ হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ২৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এদিকে সামনেই মহারাষ্ট্র এবং হরিয়ানায় নির্বাচন। তাই আপাতত আধারের ব্যাপারে কড়াকড়ির রাস্তা থেকে কেন্দ্র কিছুদিনের জন্য সরে এল বলেই মনে করা হচ্ছে।
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব কৃযি জমির মালিক দু’বার টাকা পেয়েছেন, তৃতীয় কিস্তির ক্ষেত্রে তাদের আধারের ভুল ত্রুটি নিয়ে কড়াকড়ি হবে না। আধার নম্বর থাকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই ছাড় দেওয়া হচ্ছে বলেই মোদি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। অন্য঩দিকে, অসম, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। কারণ ওই তিন রাজ্যে আধার সংযোগ এবং ভুল ত্রুটির সংখ্যা প্রচুর। অন্যদিকে, পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একমাত্র রাজ্য, যারা এই প্রকল্পে অংশই নেয়নি। তবে পশ্চিমবঙ্গের প্রায় ৬৮ লক্ষ কৃষককেও বছরে ছ’হাজার টাকা দেওয়ার জন্য মোদি সরকার সম্পূর্ণ তৈরি।
আগে ছিল দু’হেক্টর পর্যন্ত যাদের জমি আছে, কেবলমাত্র তারাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম কিষাণ) প্রকল্পে বছরে ছ’হাজার টাকা করে পাবেন। তিন কিস্তিতে দু’হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় এসে নরেন্দ্র মোদি পরিধি বাড়িয়ে দেশের সব কৃষি জমির মালিককেই এই সুবিধা পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সমস্যা দেখা দেয় আধার নিয়ে। আধার ছাড়া এই প্রকল্পে অংশ নেওয়াই যাবে না। কৃষিমন্ত্রক ঠিক করেছিল আধার নাম্বার দিয়ে প্রকল্পটি শুরু করে দেওয়ার পর নামের বানান, ঠিকানা ইত্যাদি খুঁটিয়ে দেখা হবে। তবেই মিলবে তৃতীয় কিস্তির টাকা। এর আগে ডিসেম্বর ২০১৮ থেকে মার্চ ২০১৯ এবং চলতি বছরের এপ্রিল-জুলাই মাসের দুই কিস্তি টাকা পেয়ে গিয়েছে কয়েক হাজার কৃষক।
কিন্তু সঠিক ব্যক্তির কাছেই টাকা যাচ্ছে তো? তা খতিয়ে দেখতেই আধারে থাকা নামের বানান, ঠিকানা ইত্যাদির খুঁটিনাটি পরীক্ষার কাজ শুরু করেছিল কৃষিমন্ত্রক। কিন্তু ওই প্রক্রিয়া সময় লাগায় তৃতীয় কিস্তির টাকা পেতে কিছুটা সমস্যা হচ্ছিল। তাই সামান্য ভুল ত্রুটি শুধরনোর প্রক্রিয়া জারি থাকলেও আপাতত কৃষকরা যাতে বঞ্চিত না হয়, তারই লক্ষ্যে নিয়মে কিছুটা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। তবে চলতি বছরের ডিসেম্বর থেকে ফের কড়াকড়ি হবে বলেই কৃষিমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
 

রেপো রেট কমার জের
সেভিংস ও এফডি’তে সুদের হার
কমাল ভারতীয় স্টেট ব্যাঙ্ক 

মুম্বই, ৯ অক্টোবর (পিটিআই): উৎসবের মরশুমের মধ্যেই সেভিংস ডিপোজিটে সুদের হার কমানোর কথা ঘোষণা করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের রিটেল টার্ম ডিপোজিট এবং ফিক্সড টার্ম ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার কমানোর কথা জানিয়েছে দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এক সপ্তাহ আগেই রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।  
বিশদ

দিল্লিতে কৃত্রিম পুকুরে বিসর্জনে চূড়ান্ত অব্যবস্থা,
আছাড় মেরে ভাঙা হল দুর্গা প্রতিমা, ক্ষুব্ধ বাঙালিরা

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ৯ অক্টোবর: কোথাও হাঁটুজল। কোথাও কোমর-সমান। কোথাও বা জল ঢালতেই তা ফুটো প্ল্যাস্টিকের ফাঁক গলে বয়ে যাচ্ছে মাটিতে। কোথাও জল সরবরাহের অভাব। দিল্লি সরকারের কৃত্রিম পুকুরে নিরঞ্জনের বিকল্প ব্যবস্থায় এরকমই ঘটনার সাক্ষী থাকল রাজধানী। বিসর্জনের অর্ধেক আনন্দই মাটি হয়ে গেল প্রবাসী বাঙালিদের।
বিশদ

প্রথম রাফাল হাতে পেল ভারত, পুজো
সেরেই যুদ্ধবিমানে চড়ে বসলেন রাজনাথ

প্যারিস, ৯ অক্টোবর (পিটিআই): প্রথম রাফাল যুদ্ধবিমান হাতে পেল ভারত। মঙ্গলবার ফ্রান্সের আর্মড ফোর্সেস মন্ত্রকের সদর দপ্তর প্যারিসের হোটেল ডি ব্রাইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে প্রথম রাফাল যুদ্ধবিমানটি দেওয়া হয়। এরপর রাফালেই পূজা সারেন রাজনাথ। পুজোর পরেই তিনি রাফাল যুদ্ধবিমানে চড়ে বসেন। প্রায় ২৫ মিনিট তিনি ওই যুদ্ধবিমানে কাটান। 
বিশদ

দিল্লি সহ দেশের সব এইমস-এ ডাক্তারি পড়তেই
বসতে হবে নিট-এ, অগ্রাধিকার তুলে জানাল কেন্দ্র

বিশ্বজিৎ দাস, কলকাতা: কারা ডাক্তার হবেন, দেশজুড়ে এক ও অভিন্ন পরীক্ষা ও অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমেই যাচাই হবে মেধা। দি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) চালু করার পিছনে প্রধান উদ্দেশ্য ছিল এটি। 
বিশদ

৫ শতাংশ ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মচারীদের
কার্যকর হচ্ছে চলতি বছরের ১ জুলাই থেকে

নয়াদিল্লি, ৯ অক্টোবর (পিটিআই): কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। উৎসবের মরশুমের মধ্যেই তাঁদের জন্য বিশেষ ‘দীপাবলি উপহার’ ঘোষণা করল সরকার। বাড়ানো হল ৫ শতাংশ মহার্ঘ ভাতা। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন হারে এই ডিএ এবং ডিআর কার্যকর হবে। বুধবার মন্ত্রিসভার অনুমোদনের পর এই ঘোষণা করা হয়।  
বিশদ

কাশ্মীর নিয়ে মাথা গলাবে না চীন
মোদি-জিনপিং বৈঠকের আগেই
ঘোষণা, কূটনৈতিক জয় দিল্লির

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ৯ অক্টোবর: ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক একান্ত বৈঠকের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট জি জিনপিং ভারত ও পাকিস্তান সম্পর্কে বেজিং-এর অবস্থানে ভারসাম্য আনার প্রয়াস করলেও বস্তুত কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানেরই পুনরাবৃত্তি করলেন। যা নিঃসন্দেহে ভারত সরকারের বিরাট কূটনৈতিক জয়। একদিকে জি জিনপিং আজ বলেছেন, তিনি জম্মু ও কাশ্মীরের গতিপ্রকৃতির দিকে লক্ষ্য রাখছেন।
বিশদ

শস্ত্র পুজো, ৩৭০ ধারা বিলোপ নিয়ে কংগ্রেসকে আক্রমণ অমিত শাহের 

চণ্ডীগড়, ৯ অক্টোবর (পিটিআই): হরিয়ানা বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ‘শস্ত্র পুজো’ নিয়ে কংগ্রেসের সমালোচনার জবাব দিলেন তিনি।  
বিশদ

দিল্লির সঞ্চার ভবনের সামনে অনশন-আন্দোলন, সরকারের মুখে কুলুপ
বিএসএনএলের পুনরুজ্জীবন প্যাকেজের প্রস্তাব উড়িয়ে দিয়েছে কেন্দ্র, সংস্থার ভবিষ্যৎ নিয়ে জল্পনা 

নিজস্ব, নয়াদিল্লি, ৯ অক্টোবর: অবশেষে কি সত্যিই বিএসএনএল এবং এমটিএনএল বন্ধ হয়ে যাচ্ছে? এই জল্পনা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। সরকারিভাবে কোনও বিবৃতি না এলেও সরকারি সূত্রের গুঞ্জন, সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিএসএনএল পুনরুজ্জীবন প্যাকেজের প্রস্তাব উড়িয়ে দিয়েছে। 
বিশদ

আমাদের সবচেয়ে বড় সমস্যা রাহুল গান্ধী ‘সরে দাঁড়িয়েছেন’, মন্তব্য খুরশিদের 

নয়াদিল্লি, ৯ অক্টোবর: ভোট বিপর্যয়ে ধুঁকছে কংগ্রেস। রাজ্যে রাজ্যে দল ছাড়ার হিরিক। সামনেই মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কংগ্রেসের বিড়ম্বনা বাড়ালেন দলেরই প্রবীণ নেতা সলমন খুরশিদ। এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, আমাদের সবচেয়ে বড় সমস্যা রাহুল গান্ধী ‘সরে দাঁড়িয়েছেন’।  
বিশদ

প্রতিযোগিতামূলক অর্থনীতির তালিকায় ১০ ধাপ পিছল দিল্লি
আন্তর্জাতিক অর্থনীতির শ্লথগতির আরও
বিরূপ প্রভাব পড়েছে ভারতে: আইএমএফ

ওয়াশিংটন ও জেনিভা, ৯ অক্টোবর (পিটিআই): ভারতে বিশ্ব অর্থনীতির শ্লথগতির প্রভাব আরও খারাপভাবে পড়েছে । মঙ্গলবার এই মন্তব্য করেন নব নিযুক্ত আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তাঁর আশঙ্কা, এই টালমাটাল অবস্থার জেরে এবছর বিশ্ব অর্থনীতি ৯০ শতাংশ গতি হারাবে। আগামী সপ্তাহেই প্রকাশিত হবে ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক। 
বিশদ

বিশেষ কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থে গণপিটুনি নিয়ে অপপ্রচার করছেন: মোহন ভাগবত 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণপিটুনি কিংবা লিঞ্চিং নিয়ে এক শ্রেণীর রাজনৈতিক নেতা-নেত্রীদের একহাত নিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বিজয়া দশমী উপলক্ষে সঙ্ঘের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সরসঙ্ঘ চালক নিজের বক্তব্য পেশ করেন।  
বিশদ

৫ হাজার ৩০০ পরিবারকে পুনর্বাসন প্যাকেজ দিতে চলেছে কেন্দ্র 

নয়াদিল্লি, ৯ অক্টোবর (পিটিআই): দেশভাগের পর বিভিন্ন সময় পাক অধিকৃত কাশ্মীর থেকে ভিটেমাটি হারানো কয়েক হাজার পরিবার সীমান্ত পেরিয়ে ভারত ভূখণ্ডে চলে আসে। প্রথমে জম্মু ও কাশ্মীরের বাইরে বিভিন্ন জায়গায় তারা বসবাস শুরু করে। কিন্তু পরে ফের উপত্যকাতেই বসতি স্থাপন করে।  
বিশদ

অধিকাংশ নেতাই আটক, জম্মু ও কাশ্মীরে স্থানীয় নির্বাচন বয়কট করল কংগ্রেস 

জম্মু, ৯ অক্টোবর (পিটিআই): নিরাপত্তাজনিত কারণে কাশ্মীরের বেশিরভাগ রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করে রেখেছে প্রশাসন। গোটা উপত্যকা কার্যত বিরোধী শূন্য। এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে আসন্ন ব্লক উন্নয়ন কাউন্সিলের (বিডিসি) নির্বাচন বয়কট করল কংগ্রেস। 
বিশদ

মোদির মতো সেনার নামে ভোট চাননি ইন্দিরা গান্ধী, দাবি এনসিপি প্রধান শারদ পাওয়ারের 

মুম্বই, ৯ অক্টোবর (পিটিআই): লোকসভা ভোটের পর প্রথম বড় ভোট মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভা নির্বাচন। দেশজুড়ে আর্থিক মন্দার আবহে বড় পরীক্ষার মুখে বিজেপি। অন্যদিকে, ছত্রভঙ্গ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। যদিও মহারাষ্ট্রের অন্যতম বিরোধী দল এনসিপি ভোট ময়দানে মোদি বিরোধিতায় প্রবলভাবে সরব হয়েছে। 
বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে পাশাপাশি দেখা গিয়েছে দিদি-মোদির ফ্লেক্স। পুজো প্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি’র রাজ্য সভাপতি দিলিপ ঘোষের অভিনন্দনজ্ঞাপক ফ্লেক্সের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জলপারইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম-বাগুইআটি-নারায়ণপুর এলাকার বেশিরভাগ প্রতিমার বিসর্জন হল দশমীতে। সল্টলেকের অনেকগুলো পুজোর বিসর্জন হয়েছে দশমীতেই। এছাড়া বুধবার একাদশীর দিনও বিসর্জন চলেছে। নিউটাউনে অ্যাকশন এরিয়া ১-এ বিসর্জন ঘাট, দমদমের ধোবিঘাট, ভিআইপি রোডের ধারে দেবীঘাটে দিনরাত ছিল চরম ব্যস্ততা।  ...

স্টকহোম, ৯ অক্টোবর (এপি ও এএফপি): লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির স্বীকৃতি। ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আমেরিকার জন গুডএনাফ, ব্রিটেনের স্ট্যানলি হোয়াটিংহ্যাম ও জাপানের আরিকা ইয়োশিনো। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে একথা জানানো হল।  ...

পুনে, ৯ অক্টোবর: ভারতের মাটিতে ‘টিম ইন্ডিয়া’কে হারানো কতটা কঠিন, তা বিলক্ষণ টের পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দলের ৫০২ রানের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মানসিক স্বাস্থ্য দিবস
১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম
১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু দত্তের মৃত্যু
২০১১: গজল গায়ক জগজিৎ সিংয়ের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৮৫.৩৯ টাকা ৮৮.৫৪ টাকা
ইউরো ৭৬.৬০ টাকা ৭৯.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৩ রাত্রি ৭/৫২। শতভিষা ৫১/৩৮ রাত্রি ২/১৪। সূ উ ৫/৩৪/৩৩, অ ৫/১৩/১৭, অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১/২২ গতে ২/৫৪ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৫ গতে উদয়াবধি, বারবেলা ২/১৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২৪ গতে ১২/৫৭ মধ্যে। 
২২ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৭/৪২ রাত্রি ৭/৫৩/৫২। শতভিষা ৫৪/১৮/১৬ রাত্রি ৩/১৮/৫, সূ উ ৫/৩৪/৪৭, অ ৫/১৪/৪৭, অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ১/১৩ গতে ২/৪৪ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/১৩ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৫ মধ্যে ও ৪/১ গতে ৫/৩৫ মধ্যে, বারবেলা ৩/৪৭/১৭ গতে ৫/১৪/৪৭ মধ্যে, কালবেলা ২/১৯/৪৭ গতে ৩/৪৭/১৭ মধ্যে, কালরাত্রি ১১/২৪/৪৭ গতে ১২/৫৭/১৭ মধ্যে। 
মোসলেম: ১০ শফর 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: ব্যবসায় যুক্ত হলে ভালো। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় বেশি বিনিয়োগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
মানসিক স্বাস্থ্য দিবস১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু ...বিশদ

07:03:20 PM

২০১৮ সালে সাহিত্যে নোবেল পাচ্ছেন পোল্যান্ডের ওলগা তোকারজুক এবং ২০১৯ সালে সাহিত্যে নোবেল পাবেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকা

05:15:00 PM

দ্বিতীয় টেস্ট, প্রথম দিন: ভারত ২৭৩/৩ 

04:43:00 PM

সিউড়ি বাজারপাড়ায় পরিত্যক্ত দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল, চাঞ্চল্য 

04:27:12 PM

মুর্শিদাবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ 
রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে ...বিশদ

03:34:00 PM