বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত ৪০ বছরের অসীম ওমরের জন্ম ভারতেই। উত্তরপ্রদেশের সম্বলে এই কুখ্যাত জঙ্গি জন্মগ্রহণ করে। ১৯৯১ সালে দেওবন্দের দরুন উলুম সেমিনারি থেকে স্নাতক ডিগ্রি লাভ করে সে। তারপরই পাকিস্তান চলে যায় অসীম। সেখানে দারুল উলুম হাক্কানি নওসেরাতে পড়াশুনো করে সে। এই সেমিনারি ‘জিহাদিদের বিশ্ববিদ্যালয়’ বলে পরিচিত।
২০১৪ সালে আল কায়েদার নেতা আয়মন আল-জাওযাহিরি এক ভিডিও বার্তায় ভারত, বাংলাদেশ ও মায়ানমারে লড়াই চালাতে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিন্যান্ট (একিউআইএস) নামে একটি সংগঠন তৈরির ঘোষণা করে। সেই সময় থেকে এর নেতৃত্ব দিতে শুরু করে উমর। আমেরিকা ২০১৬ সালে উমর ও তার সংগঠনকে যথাক্রমে আন্তর্জাতিক জঙ্গি এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের তকমা সেঁটে দেয়। একিউআইএস-এ যোগ দেওয়ার আগে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে থাকা পাকিস্তানের জঙ্গি সংগঠন হরকত উল-মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল উমর।
আমেরিকা ও আফগান বাহিনীর যৌথ অভিযান প্রসঙ্গে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিক্যুরিটি (এনডিএস) জানায়, কিছুদিন আগে হেলমন্দ প্রদেশের মুসাকালা জেলায় জঙ্গিদের গোপন ঘাঁটির খোঁজ মেলে। গত ২৩ সেপ্টেম্বর সেখানে অভিযান চালানো হয়। এর জেরে তালিবানদের খাসতালুকে ওকিউআইএস প্রধান অসীম উমরের মৃত্যু হয়েছে। একে বড় সাফল্য হিসেবে দেখছে আফগান প্রশাসন।
এই আন্তর্জাতিক সংগঠনের বিরুদ্ধে একাধিক নাশকতা চালানোর অভিযোগ রয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে করাচিতে পাকিস্তানি নৌবাহিনীর ডকে হামলা চালায় এই জঙ্গি সংগঠন। সেখান থেকে যুদ্ধজাহাজ অপহরণ করার লক্ষ্য ছিল তাদের। পাশাপাশি, বাংলাদেশের একাধিক লেখক ও সমাজকর্মীর হত্যাতেও দায় স্বীকার করেছিল উমরের এই সংগঠন। এই তালিকায় রয়েছেন মার্কিন নাগরিক অভিজিত্ রায়, মার্কিন দূতাবাসে কর্মরত বাংলাদেশের নাগরিক জুলহাজ মান্নান। এছাড়া, স্থানীয় ওয়াশিকুর রহমান বাবু, আহমেদ রাজীব হায়দার এবং একেএম সাফিউল ইসলামও খুন হন এই জঙ্গি সংগঠনের হাতে।
বিগত কয়েক বছরে উমরের সংগঠনে জঙ্গির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এবং আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকায় তাদের শাখা ছড়িয়ে পড়ে। ২০১৫ সালের অক্টোবরে একিউআইএস-এর প্রশিক্ষণ শিবিরে অভিযান চালায় মার্কিন ও আফগান সেনা। এতে আল কায়ে¬দার এই শাখা সংগঠনের কয়েকশো জঙ্গির মৃত্যু হয়েছিল বলে খবর মেলে।