বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
রাজনাথ সিংয়ের ‘শস্ত্র পুজো’কে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ‘তামাসা’ বলে কটাক্ষ করেছেন। বফ্র্স অস্ত্র কেনার পর কংগ্রেসকে এই ধরনের দেখনদারি করতে হয়নি বলে দাবি করেন তিনি। মল্লিকার্জুন খাড়গের সমালোচনার জবাবে অমিত শাহ বলেন, ‘ এটা দেশের ঐতিহ্য। দীর্ঘদিন ধরে চলে আসছে। বিজয়দশমীর দিন শস্ত্র পুজো হয়। আমি কংগ্রেসকে বলতে চাই, কথা বলার আগে একটু ভাবুন।’ মল্লিকার্জুন খাড়গের বক্তব্য নিয়ে কংগ্রেসের মধ্যেই মতানৈক্য তৈরি হয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেন, ‘ শস্ত্র পুজো আমাদের দেশের প্রাচীন রীতি। আসলে সমস্যা হল খাড়গেজি নাস্তিক। কংগ্রেসের সবাই নাস্তিক নয়।’