বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
সম্প্রতি ‘ওয়ার’ ছবির প্রচারে এক প্রশ্নের জবাবে হৃতিক রোশন জানিয়েছিলেন, এখন তাঁর বাবার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। ‘কোই মিল গয়া’, ‘কৃশ’ ও ‘কৃশ-৩’ বক্স অফিসে বিরাট সাফল্য পেয়েছিল। সেই সাফল্যের ধারা এগিয়ে নিতে যেতেই ‘কৃশ-৪’ তৈরির কথা জানিয়েছিলেন পরিচালক। হৃতিক অভিনীত এই ছবিটি আগেরগুলির তুলনায় আরও জমকালোভাবে তৈরি হবে বলে জানা গিয়েছে। এখানে কৃশের শত্রু সংখ্যাও বাড়ানো হবে। আর তার সঙ্গে থাকবে ঝকঝকে ভিএফএক্স। তাই ‘কৃশ-৪’-এ হৃতিকের ভাগ্য আরও কতটা খুলে যায়, এখন সেটাই দেখার।