বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, আমাদের জীবনে বিপ্লব ঘটিয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি। এবং তারহীন ও জীবাশ্ম জ্বালানিহীন সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই তিন কৃতী। লিথিয়াম-আয়ন ব্যাটারির শিকড় সেই গত শতাব্দীর সাতের দশকে তেল সঙ্কটের সময়। যখন জীবাশ্ম জ্বালানি-মুক্ত শক্তির প্রযুক্তি গড়ে তোলার পদ্ধতি নিয়ে কাজ করছিলেন হোয়াটিংহ্যাম।
এর আগে গতকাল পদার্থবিদ্যায় এবছরের নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষিত হয়েছিল তিন বিজ্ঞানীর। কানাডা-জাত বিজ্ঞানী জেমস পিবলসকে স্বীকৃতি দেওয়া হয়েছে কসমোলজিতে তাঁর তাত্ত্বিক আবিষ্কারের জন্য। পিবলসের সঙ্গেই এবছর পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন সুইস বিজ্ঞানী মাইকেল মেয়র ও দিদিয়ের কুইলোজ। আমাদের সৌরমণ্ডলের বাইরের একটি গ্রহ আবিষ্কারের জন্য। এই গ্রহটি সূর্যের মতোই একটি নক্ষত্রকে পাক খায়। সোমবার ঘোষিত হয়েছিল শারীরবিদ্যা বা মেডিসিনে নোবেল পুরস্কার প্রাপকদের নাম। দেহকোষ কীভাবে প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রা টের পায় ও গ্রহণ করে, তা আবিস্কার করার স্বীকৃতি পাচ্ছেন মার্কিন বিজ্ঞানী উইলিয়াম জি কেলিন জুনিয়ার ও গ্রেগ এল সেমেঞ্জা এবং ব্রিটিশ বিজ্ঞানী পিটার জে র্যা টক্লিফ। আগামী ১০ ডিসেম্বর স্টোকহোম ও নরওয়ের অসলোয় বিজয়ীদের হাতে পুরস্কারমূল্য, সোনার মেডেল ও ডিপ্লোমা তুলে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী পদার্থবিদ্যা, রসায়ন, মেডিসিন ও সাহিত্যের নোবেল পুরস্কার প্রদান করা হয় স্টকহোমে। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় অসলোয়। আগামীকাল এবছরের সাহিত্যের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তি ও সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা হবে। এবছর শান্তি পুরস্কারের জন্য সুইডিশ পরিবেশকর্মী গ্রিটা থুনবার্গের নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ১৬ বছরের এই কিশোরী ইতিমধ্যেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শীর্ষ সম্মান ও রাইট লাইভলিহুড পুরস্কার জিতেছেন যাকে ‘বিকল্প নোবেল’ বলা হয়ে থাকে। পাশাপাশি নাম ঘুরছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদেরও। এরিট্রিয়ার সঙ্গে শান্তি স্থাপনে তাঁর ভূমিকার জন্য।