দক্ষিণবঙ্গ

চৈতন্যপুর নিউস্টারের মণ্ডপে আস্ত এক প্রজাপতি উদ্যান

শ্যামল সেন, হলদিয়া: পুজো মণ্ডপ তো নয়, যেন এক আস্ত ‘প্রজাপতি উদ্যান।’ মণ্ডপ নিজেই সুবিশাল রঙিন প্রজাপতি সেজে অপেক্ষা করছে। ২২ ফুটের জায়ান্ট প্রজাপতি। মণ্ডপের প্রজাপতি তোরণ দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন চমৎকার এক প্রজাপতি উদ্যানে। রংবেরঙের প্রজাপতি ডানায় তরঙ্গ তুলে ‘চৈতন্যপুর নিউস্টার’-এর মণ্ডপে আমন্ত্রণ জানাবে সবাইকে। উৎসবের আঙ্গিনায় দর্শনার্থীদের মনে এক স্বপ্নময় পরিবেশ উপহার দিতে চায় নিউস্টারের বাটারফ্লাই গার্ডেন। উৎসবের দিনগুলিতে কয়েকশো রঙিন প্রজাপতির আনাগোনা মন ভরিয়ে দেবে। স্বপ্নের ওই প্রজাপতি উদ্যান মনে করিয়ে দেবে ‘দেয়া-নেয়া’ ছবির সেই চিরকালীন রোমান্টিক গান। উত্তমকুমার ও তনুজা অভিনীত ওই সিনেমার গানের কলি এবার নিউস্টারের মণ্ডপের থিম, ‘প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়’। মণ্ডপ সাজিয়েছেন দুই শিল্পী দেবপ্রসাদ কুইতি ও প্রদীপকুমার মণ্ডল। তাঁরা মণ্ডপে প্রজাপতি উদ্যানেই প্রজাপতির জীবনচক্র তুলে ধরেছেন নান্দনিকভাবে। উজ্জ্বল ফুলে আকৃষ্ট হয়ে প্রজাপতি ফুলে ফুলে পরাগ মিলনে সাহায্য করে।
চৈতন্যপুর নিউস্টার হলদিয়ার বিগ বাজেটের পুজোগুলির সঙ্গে পাল্লা দেয় থিমের চমকে ও নতুন ভাবনায়। এবার তারা মহিলাদের নিরাপত্তার জন্য আলাদা বাহিনী রাখছে। পুজো কমিটির সভাপতি তরুণ মাজি ও সম্পাদক অনুপ দাসী বলেন, নিউস্টারের ১৩তম বর্ষের পুজোর বাজেট ২২লক্ষ। এবার শুধু মণ্ডপের বৈচিত্র্য নয়, পুজোর দিনগুলিতে নতুন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। ৭অক্টোবর চতুর্থীর দিন পুজোর উদ্বোধন। মণ্ডপ শিল্পীরা বলেন, মণ্ডপে প্রজাপতিকে পরিবেশ ও জীবজগতের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। উন্নয়ন ও শিল্পের অগ্রগতি ও ভোগবাদের পৃথিবীতে এরা আক্রান্ত হচ্ছে। মণ্ডপে পরিবেশ ও প্রকৃতি বাঁচানোর ডাক দিয়েছি আমরা। রেশম সুতো, বেতের সৌখিন কারুকাজ, জুটের সামগ্রী, প্লাস্টার অব প্যারিস, খবরের কাগজের মণ্ড, ফোম দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।
নিউস্টারের সভাপতি সুরজিৎ গুছাইত এবং সম্পাদক গৌতম হাজরা বলেন, রক্ত সঙ্কট মেটাতে চতুর্থীর সকালে হবে রক্তদান শিবির। সন্ধ্যায় ডেঙ্গু প্রতিরোধে দু’শতাধিক মানুষের হাতে মশারি বিতরণ ও দুঃস্থ এবং মেধাবী পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। 
পঞ্চমীর সকালে বিনাব্যয়ে শিশু ও মায়েদের স্বাস্থ্য পরীক্ষা শিবির হবে। শিশু চিকিৎসক কৌশিক গোস্বামী স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। সন্ধ্যায় রয়েছে কচিকাঁচাদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যষ্ঠীর সকালে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা। বিকেলে ক্যুইজ প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মহিলাদের জন্য প্রতিযোগিতা ‘দিদি নম্বর ওয়ান’। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা মহাদেব মাইতি বলেন, পুজোর দিনগুলিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সপ্তমীতে রয়েছে বাংলা ব্যান্ড সহযোগে সঙ্গীতানুষ্ঠান। অষ্টমীতে থাকবে চৈতন্যপুর নটরাজ নৃত্য নিকেতনের কচিকাঁচাদের নিয়ে রঙিন নৃত্যানুষ্ঠান। এছাড়াও রয়েছে প্রতিদিন সন্ধ্যায় ধুনুচি নৃত্য। এবার প্রতিমা গড়েছেন শিল্পী গৌরাঙ্গ শাসমল।-নিজস্ব চিত্র
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা