দক্ষিণবঙ্গ

বুধাসপাড়া ফ্রেন্ডসের এবারের চমক মায়ানমারের বৌদ্ধমন্দির

সংবাদদাতা, লালবাগ: বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র মায়ানমারের সুই টো মিয়াট প্যাগাডো। এবার পুজোয় নবাবের জেলায় পড়শি দেশ মায়ানমারের ওই বৌদ্ধ মন্দিরকে হাজির করছে মুর্শিদাবাদ পুরসভা এলাকার বুধাসপাড়া ফ্রেন্ডস একাদশ ক্লাব। গত তিন মাস ধরে সুই টো মিয়াট প্যাগাডোর আদলে মণ্ডপ তৈরির কাজ জোরকদমে চলছে। ইতিমধ্যে মণ্ডপ তৈরির কাজ দেখতে স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার উৎসুক মানুষ সকাল বিকাল বুধাসপাড়ায় ভিড় জমাচ্ছেন। ৭৫ ফুট উচ্চতার মণ্ডপ তৈরিতে বাঁশ, কাঠের তক্তা, প্লাইউড, ফোম, কাপড় এবং গ্লোডেন কালার ব্যবহার করা হচ্ছে। গত কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে মণ্ডপ তৈরির কাজ ব্যাহত হয়। দুর্যোগ কাটতেই প্রতিদিন ২৫-৩০ জন মিস্ত্রি ও শ্রমিক দিনরাত এক করে কাজ করছেন। মণ্ডপের পাশাপাশি প্রতিমায় চমক থাকছে। ১৪ ফুট উচ্চতার দুর্গা এবং তাঁর চার ছেলেমেয়ে তৈরি হচ্ছে তাল গাছের পাতা দিয়ে। ডোমকল থানার ইসলামপুরের প্রতিমা শিল্পী অবিনাশ গনাই তিন মাসের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে দশভূজার রুপ দিয়েছেন। মণ্ডপের সঙ্গে সঙ্গতি রেখে ভিতরে ৬টি ধ্যানমগ্ন বুদ্ধদেবের মূর্তি থাকছে। 
গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলায় যে কয়েকটি থিমের পুজো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তাদের মধ্যে অন্যতম বুধাসপাড়া ফ্রেন্ডস একাদশ। পাশাপাশি এটি জেলার অন্যতম বিগ বাজেটের পুজো। চলতি বছরে এই পুজো ৩২ বছরে পা দিল। বাজেট কুড়ি লক্ষাধিক টাকা। গত বেশ কয়েক বছর ধরে থিমের পুজো হলেও ২০২২ সালে জেলাবাসীর নজরে আসে মুর্শিদাবাদ পুরসভার এই ক্লাবটি। ওই বছরের থিম মহেঞ্জোদারো মানুষের চর্চার বিষয় হয়ে উঠেছিল। গত বছরের থিম ছিল বৈদিক বিজ্ঞান। প্রাচীন বৈদিক যুগ এবং বর্তমান বিজ্ঞানের মেল বন্ধনকে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা সৌমেন মণ্ডল বলেন, মণ্ডপ ও প্রতিমার পাশাপাশি আলোকসজ্জায়ও চমক থাকছে। রাজাবাজার মোড় থেকে তেঁতুলতলা রেলগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আলোয় মুড়ে ফেলা হবে। চর্তুর্থীর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দর্শনার্থীদের দাবি মেনে একাদশী পর্যন্ত মণ্ডপে প্রতিমা রাখা হবে। পুজো কমিটির সভাপতি সুনতী মণ্ডল বলেন, প্রতি বছর জেলার মানুষকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। উদ্বোধনের সন্ধ্যা থেকে প্রতিদিন মণ্ডপে ভিড় উপচে পড়ে।  নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা