দক্ষিণবঙ্গ

মাত্রাতিরিক্ত দূষণ, কুয়াশার চাদরে ঢাকা পড়ল শিল্পাঞ্চল

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার কুয়াশার চাদরে ঢাকা পড়ল আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল। এদিন ভোর থেকে দুই শহরেই দৃশ্যমানতা একেবারে কমে আসে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত লাইট জ্বালিয়ে ক্রমাগত হর্ন বাজিয়ে রাস্তায় যাতায়াত করতে হয়েছে বাইক ও গাড়ি চালকদের। অনেকে কুয়াশার সঙ্গে সেলফি নিয়ে দুর্গাপুরকে দা‌঩র্জিলিং ও গ্যাংটকের সঙ্গে তুলনা করলেও অতিরিক্ত দূষণের জেরেই এই ঘটনা বলে আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি। কালীপুজোর সময় থেকেই দুই শহরে লাফিয়ে বাড়ছে দূষণ। দূষণের নিরিখে দিল্লি, গাজিয়াবাদকে এবার চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতি দুর্গাপুরে। উদ্বেগজনক পরিস্থিতি হলেও দুই শহরেই দেদার আতসবাজি, শব্দবাজি ফাটছে। শিল্পাঞ্চলেই রয়েছে অণ্ডাল বিমানবন্দর। পরিস্থিতি পর্যালোচনা করে শীতকালে বিমানের সময়সূচিতেও বদল আনা হয়েছে। এই পরিস্থিতিতে সকালের দিকে কোনও বিমান ওঠানামা করা সম্ভব নয় বলে জানা গিয়েছে।  অণ্ডাল বিমানবন্দরেই রয়েছে আবহাওয়া দপ্তরের অফিস। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমান ওঠানামা করার জন্য আকাশপথে ৫৫০মিটারের দৃশ্যমানতা প্রয়োজন। এদিন সকাল ৬টায় দৃশ্য‌মানতা ছিল মাত্র ৫০মিটার। স্বাভাবিকভাবে এই সময়ে বিমান ওঠানামার থাকলে তা বিঘ্নিত হতো। সেকারণে ২৭ অক্টোবর থেকে অণ্ডাল বিমানবন্দরে বিমানের টা‌ইমটেবিল বদল করে দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮টা ২৫মিনিটে চেন্নাই থেকে বিমান নামার কথা। সেটি ৩০ নভেম্বর পর্যন্ত নামবে দুপুর ১২টা ১০মিনিটে। মুম্বই থেকে যে বিমানটি আসে তার সময় সকাল ১০টা ৫মিনিট। যার জেরে এদিন বিমান বিভ্রাট হয়নি। জানা গিয়েছে, গ্রীষ্মকালে সকালের দিকে বিমান থাকে। শিল্পাঞ্চলের এই পরিস্থিতির জন্যই প্রতিবার তা বদল করা হয়। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা