দক্ষিণবঙ্গ

কাঁথির নাচিন্দা জীবনকৃষ্ণ হাইস্কুলের প্ল্যাটিনাম জুবিলির সমাপনী অনুষ্ঠান

সৌমিত্র দাস, কাঁথি: কাঁথি-৩ ব্লকের নাচিন্দা জীবনকৃষ্ণ হাইস্কুলের প্লাটিনাম জুবিলি উৎসবের পাঁচদিনব্যাপী সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার সাড়ম্বরে শুরু হল। এই উপলক্ষ্যে স্কুল চত্বর সহ আশপাশের এলাকা আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। ৭৫ বর্ষপূর্তি ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে এলাকার বাসিন্দারাও উৎসবের মেজাজে রয়েছেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি অনুষ্ঠান ও কর্মসূচিতে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার সকালে ব্যান্ড ও ট্যাবলো সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগী মানুষ মিলিয়ে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা ছিল নজরকাড়া। তারপর পতাকা তোলা, স্কুলের প্রতিষ্ঠাতা জীবনকৃষ্ণ জানার মর্মর মূর্তিতে মাল্যদান করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্কুলের রাজর্ষি স্মৃতি ভবন উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অমল ভুঁইয়া, প্রাক্তন বিধায়ক অনিলকুমার মান্না, প্রাক্তন শিক্ষক অজিত সামন্ত, প্রাক্তন অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা সহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
৭৫বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা প্রকাশিত হয়। বিকেলে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন হয়। ছাত্রছাত্রীদের মেধা বিষয়ক পুরস্কার বিতরণ করা হয়। এরপর ‘পরিবেশ ও ভারসাম্য রক্ষায় আমাদের ভূমিকা’ বিষয়ক আলোচনা সভা ছিল। আলোচনায় অংশ নেন অধ্যাপক স্বাগতদেব সাহু, অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী সহ অন্য শিক্ষকরা। সন্ধ্যায় স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক প্রভৃতি পরিবেশন করে।
স্কুলের টিচার-ইনচার্জ অশোককুমার মাইতি ও প্লাটিনাম জুবিলি বর্ষ উদযাপন কমিটির সভাপতি অমৃতাংশু প্রধান জানান, শুক্রবার রক্তদান শিবির হবে। 
এছাড়া, কাদম্বিনী ও জ্ঞানদাচরণ স্মৃতি বিজ্ঞান ভবনের উদ্বোধন রয়েছে। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হবে। ‘জনস্বাস্থ্য সচেতনতা ও আমাদের কর্তব্য’ বিষয়ক আলোচনা সভাও হবে। ক্রীড়াক্ষেত্রে সফল পড়ুয়াদের পুরস্কৃত করা হবে।
প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সম্পাদক সুধাকৃষ্ণ বর্মন, সহ-সম্পাদক বিমানবিহারী পড়্যা বলেন, শনিবার বিজ্ঞান মডেল প্রতিযোগিতা, ক্যুইজ ও পুরস্কার বিতরণী রয়েছে। ‘জাতির গঠন ও শিক্ষা’ বিষয়ক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রবিবার রয়েছে প্রাক্তনী দিবস। বর্তমান শিক্ষক, শিক্ষাকর্মী, পরিচালকমণ্ডলীকে সংবর্ধনা দেওয়া হবে। প্রাক্তন ছাত্রছাত্রীরাই যাত্রানুষ্ঠান পরিবেশন করবেন। সোমবার শেষদিনে আবৃত্তি, ম্যাজিক শো, নৃত্যানুষ্ঠান হবে। স্থানীয় বাসিন্দা সহ সবাইকে প্রতিটি অনুষ্ঠানে শামিল হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।-নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা