খেলা

মাঝমাঠ সাজাতে চিন্তায় ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে শনিবার ইস্ট বেঙ্গল অনুশীলনের মাঝপথেই মাঠ ছাড়লেন শৌভিক চক্রবর্তী। বঙ্গসন্তানকে তড়িঘড়ি গাড়িতে উঠতে দেখে মাঠে হাজির সমর্থকরা বেশ উদ্বিগ্ন। সোমবার ঘরের মাঠে গিল, নন্দদের প্রতিপক্ষ মুম্বই সিটি। গোড়ালির চোট কাটিয়ে শৌভিক কী আদৌ মাঠে নামতে পারবেন? ম্যাচের আগের দিন ট্রেনিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লাল-হলুদ কোচ। আসলে গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে শুরুতেই গোড়ালিতে চোট পান শৌভিক। সেই ব্যথা ভোগাচ্ছে তাঁকে। তিনি একান্তই না পারলে ফের মাঝমাঠে খেলানো হবে আনোয়ারকে। তা ছাড়া নিতান্তই নিরুপায় লাল-হলুদের স্প্যানিশ কোচ। আসলে, সাউল ক্রেসপো আর তালালের চোটের পর জোড়াতাপ্পি দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে হচ্ছে অস্কারকে। তাই শৌভিক না পারলে ডিফেন্সিভ ব্লকার পজিশনে জিকসনের সঙ্গী হবেন আনোয়ারই। প্র্যাকটিসের পর হাতের ইশারায় আনোয়ার বুঝিয়ে দিলেন সম্পূর্ণ ফিট তিনি। একঝাঁক খুদের সেল্ফির অনুরোধ মেটানোর ফাঁকে বেশ ফুরফুরে এই ভারতীয় ডিফেন্ডার। পাশাপাশি কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন হেক্টর ইউস্তে। সেক্ষেত্রে মুম্বইয়ের বিরুদ্ধে জোড়া বিদেশি স্টপারে দল সাজাতে পারেন স্প্যানিশ কোচ। আসলে ঘরের মাঠে মুম্বইকে হারাতে না পারলে সুপার সিক্স থেকে আরও দূরে সরবে ইস্ট বেঙ্গল। পিটার ক্র্যাটকির দলকে বশ মানাতে তাই অস্কারের চেষ্টার কমতি নেই। 
এদিকে, রবিবার ঘরের মাঠে অনুশীলন সেরে কলকাতায় পৌঁছবে মুম্বই সিটি এফসি। চোট আঘাতে বেশ সমস্যায় তারা। স্প্যানিশ মিডিও মানজেরো আগেই ছিটকে গিয়েছেন। প্লে-মেকার জন তোরাল রিহ্যাব সেরে সবে অনুশীলনে নেমেছেন। মুম্বই এরেনায় নর্থইস্টের কাছে ০-৩ ব্যবধানে হারের পর ড্রেসিং-রুমের পরিবেশ থমথমে। ট্রান্সফার উইন্ডোয় লিয়েনে কেরল ব্লাস্টার্স থেকে প্রবীর দাসকে নিয়েছে তারা। ফিনিশিংয়ের অভাবে ডুবছে মুম্বই। দ্রুত একজন বিদেশি স্ট্রাইকার রিক্রুটের ভাবনায় টিম ম্যানেজমেন্ট। কঠিন সময়ে ইস্ট বেঙ্গলকে হারিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মুম্বই। 
এদিকে, সোমবার ডার্বির প্রস্তুতি শুরু করবে মোহন বাগান। দর্শক সংখ্যা কমিয়ে কলকাতায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ভুবনেশ্বর ছাড়াও দ্বিতীয় বিকল্প গুয়াহাটি। কিন্তু ১০ জানুয়ারি ঘরের মাঠে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে খেলবে নর্থইস্ট ইউনাইটেড। একদিনের ব্যবধানে বড় ম্যাচ আয়োজন কতটা সম্ভব? পাশাপাশি লেফট উইং ব্যাক শুভাশিস বসুর সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা