খেলা

সিডনি টেস্টেও হারল ভারত, ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি জিতল অস্ট্রেলিয়া

সিডনি, ৫ জানুয়ারি: অস্ট্রেলিয়ার মাটিতে ফের লজ্জার হার ভারতের। ১০ বছর পর হাতছাড়া হল বর্ডার-গাভাসকর ট্রফি। প্যাট কামিন্সদের কাছে সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেই পারল না রোহিত শর্মারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছিল ভারত। একটি ড্র ও বাকি দুটি টেস্ট জেতে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা ছিল রোহিত শর্মাদের কাছে। কিন্তু সিডনি টেস্টেও ভরাডুবি হল ভারতের। ৬ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত। এই টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয় দেখা যায় ভারতের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের কাছে কার্যত আত্মসমর্পন করেন শুভমান গিল, লোকেশ রাহুল, বিরাটরা। একাই লড়েন ঋষভ পন্থ। পঞ্চম টেস্টের(সিডনি) প্রথম ইনিংসে ১৮৫ রান তোলে ভারত। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও হাবুডুবু খায়। বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের বলে অজিদেরও ব্যাটিং বিপর্যয় হয় প্রথম ইনিংসে। একমাত্র হাফসেঞ্চুরি করেন বিউ ওয়েবস্টার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১৮১তে। চার রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। যদিও সেই একই দৃশ্য দেখা যায়। স্কট বোলান্ডের বলে ক্রিজে নাস্তানাবুদ হতে হয় জয়সওয়াল, রাহুলদের। দ্বিতীয় ইনিংসেও দলকে একাই টানেন ঋষভ পন্থ। ৬১ রান করেন তিনি। গতকাল ঋষভের ব্যাটিংয়ের উপর ভর করেই ভারত লড়াইয়ে ফেরে। কিন্তু আজ, রবিবার সকালে সিডনির মাঠে ফের অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে বিপর্যয় নেমে আসে ভারতীয় ব্যাটিংয়ে। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে যায়। অজিদের সামনে টার্গেট ছিল ১৬২ রানের। যদিও সিডনির মাঠে সেই রান করাটাই চ্যালেঞ্জের ছিল। যদিও বুমরাহ’র অভাবে আজ, রবিবার বেশ দিশেহারা দেখিয়েছে ভারতীয় বোলারদের। ধীরে হলেও লক্ষ্যে পৌঁছে যান প্যাট কামিন্সরা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ভারতীয় বোলারদের দাপট কিছুটা হলেও চোখে পড়ে। স্যাম কনস্টাস (২২), স্টিভ স্মিথ (৪), মার্নাস লাবুশানে (৬)উসমান খোয়াজাদের (৪১) আউট করে ম্যাচ জেতার চেষ্টা করে ভারত। কিন্তু লড়াইয়ে টিকে থাকেন ট্রাভিস হেড ও ওয়েবস্টার। তাঁদের কাঁধে ভর করেই সিডনি টেস্টে জিতে যায় অস্ট্রেলিয়া। ভারতকে ৩-১ ব্যবধানে সিরিজে হারিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নিল অজিরা। ২০১৪-১৫ মরসুমের পর এই ট্রফি জিতল অস্ট্রেলিয়া। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন প্যাট কামিন্সরা। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা