খেলা

তালালের পরিবর্তে লাল-হলুদে ভেনেজুয়েলার ফুটবলার, দুর্বল রক্ষণই ডোবাল ইস্ট বেঙ্গলকে

সঞ্জয় সরকার, কলকাতা: এ যেন তাসের ঘর। সামান্য ফুঁ দিলেই ভেঙে পড়ে। আর তেমন রক্ষণ নিয়েই সুপার সিক্সে ওঠার আশায় বুঁদ ছিল ইস্ট বেঙ্গল। কিন্তু বাস্তবের মাটি বড় কঠিন, রুক্ষ্ম। সোমবার যুবভারতীতে মুম্বই তা চোখে আঙুল দিয়ে দেখাল। পাশাপাশি ঘরের মাঠে এই হার অনেকটাই কমিয়ে দিল ডার্বির উত্তাপ। আর সেটাই স্বাভাবিক। হিজাজি মাহের, হেক্টর ইউস্তেদের নিয়ে জয়ের লোভ না করাই ভালো। এদিন প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে পড়েও বিরতির পর দারুণভাবে ম্যাচে ফেরে অস্কার ব্রুজোঁর দল। গ্যালারিতে তখন জ্বলে উঠেছে বেশ কিছু মশাল। কিন্তু কারেলিসের দ্বিতীয় গোল তা নিভিয়ে দিতেই লাল-হলুদ সমর্থকরা ডুবলেন হতাশার অন্ধকারে। এদিকে, মাধি তালালের পরিবর্তে ভেনেজুয়েলার মিডফিল্ডার চূড়ান্ত ইস্ট বেঙ্গলে। দ্রুত নাম ঘোষণা হবে। কোচ বহুদিন ধরেই হিজাজির বিকল্প নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু ইস্ট বেঙ্গলের লগ্নিকারী সংস্থা তা কানেই তুলছে না। এদিন ম্যাচের শেষ পর্বে আনোয়ারের চোট দুশ্চিন্তা বাড়াল ইস্ট বেঙ্গলের। 
ঘরের মাঠে আক্রমণের ঢেউ তুলে জয় চেয়েছিলেন অস্কার ব্রুজোঁ। কিন্তু মাধি তালালের বিকল্প না থাকায় বল সেভাবে পাননি ক্লেটন-দিয়ামানতাকোসরা। পক্ষান্তরে, মুম্বই প্রান্তিক আক্রমণে ডানা মেলতেই ম্যালেরিয়া কিংবা টাইফয়েডের রোগীর মতো কাঁপলেন প্রভাত লাকরা ও নুঙ্গা। যোগ্য সঙ্গতে দুই বিদেশি ডিপ ডিফেন্ডারও! ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় মুম্বই। ব্রেন্ডনের ঠিকানা লেখা পাস থেকে আড়াআড়ি শটে জাল কাঁপান ছাংতে (১-০)। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই চার মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল হজম করে ইস্ট বেঙ্গল। এই দায় ভাগ করে নিতে হবে হেক্টর ও গিলকে। ফন নিফের পাস যখন কারেলিস ধরেন তখন চার্জ-আউট করতেই পারতেন লাল-হলুদ গোলরক্ষক। আর হেক্টর তো ভাঙা সাইকেলের মতো গতিশীল। বিপক্ষের স্ট্রাইকারের কাছে পৌঁছনোর জন্য তাঁর প্রয়োজন অত্যাধুনিক বাইকের। তাই কারেলিসের শট গিল আংশিক প্রতিহত করলেও ফিরতি বল জালে জড়ান তিনি (২-০)। 
বিরতির পর নিশু ও মহেশকে নামিয়ে প্রান্তিক আক্রমণে জোর দেন অস্কার। পাশাপাশি আনোয়ারকে রক্ষণে এনে হেক্টরকে মাঝমাঠে খেলানো হয়। তা সত্ত্বেও ৫৬ মিনিটে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে নিকোলাসের শট রুখে নিশ্চিত দলের পতন আটকান গিল। এই সেভটাই দলের মনোবল বাড়িয়ে দেয়। ৬৬ মিনিটে সাহিল পানওয়ারের আত্মঘাতী গোল ইস্ট বেঙ্গলের ম্যাচে ফেরার আশা উস্কে দেয় (২-১)। এরপর ৬৯ মিনিটে জিকসনের পরিবর্তে ডেভিডকে এনে অল-আউট আক্রমণে ঝাঁপান অস্কার। ৮৩ মিনিটে মুম্বই বক্সে হেক্টরের নামিয়ে দেওয়া হেড পেয়ে বাঁ পায়ের মাপা প্লেসিংয়ে দলকে সমতায় ফেরান মিজো স্ট্রাইকার (২-২)। কিন্তু হিজাজি রয়েছেন হিজাজিতেই! তাঁর অমার্জনীয় ভুল কাজে লাগিয়ে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন নিকোলাস (৩-২)। এই হারে ১১তম স্থানেই রইল ইস্ট বেঙ্গল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। 
ইস্ট বেঙ্গল: প্রভসুখন, প্রভাত (নিশু), হেক্টর, হিজাজি, লালচুংনুঙ্গা, আনোয়ার (শৌভিক), জিকসন (ডেভিড), নন্দ (মহেশ), বিষ্ণু, ক্লেটন দিয়ামানতাকোস।
ইস্ট বেঙ্গল- ২                :               মুম্বই সিটি- ৩
(সাহিল-আত্মঘাতী, ডেভিড)    (ছাংতে, কারেলিস-২)
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা