বিদেশ

বাংলাদেশে তালিবানি ফতোয়া! কনসার্ট বন্ধ করে দিয়ে মঞ্চ ভাঙল মৌলবাদীরা

ঢাকা: ফের তালিবানি শাসনের ছায়া ‘বৈষম্যবিরোধী’ বাংলাদেশে। এবার কোপ পড়ল কনসার্টের নাচ-গানেও! রবিবার রাতে রংপুর ডিভিশনের নীলফামারিতে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন ধর্মীয় স্লোগান দিতে দিতে অনুষ্ঠান মঞ্চে উঠে পড়ে মৌলবাদীরা। তার সঙ্গে চলে ভাঙচুর। যার জেরে অনুষ্ঠান বন্ধ করে দিতে হয় আয়োজকদের। ঘটনায় আঙুল উঠেছে জামাত-ই-ইসলামি ও স্থানীয় কয়েকটি ধর্মীয় সংগঠনের দিকে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, ভাঙচুরের ফলে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে মহম্মদ ইউনুসের আমলে মৌলবাদীদের ‘তালিবানি’ ফতোয়া জারি নতুন নয়। সম্প্রতি রংপুরেই একটি  শীতলা মন্দিরে কীর্তন জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। তার আগে ঢাকার গোপালগঞ্জে মহিলাদের বাজারে ঢুকে কেনাকাটার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল মৌলবাদীরা। কোনও মহিলা বাজারে এলেও দোকানদাররা তাকে কিছু বিক্রি করতে পারবেন না বলে মাইকে হেঁকে ‘ফতোয়া’ জারি করা হয়েছিল। বাংলাদেশে মৌলবাদীদের প্রভাব যে ক্রমশ বাড়ছে, নীলফামারির ঘটনায় তা আরও স্পষ্ট হল। যদিও হামলাকারীদের কয়েকজন জানিয়েছেন, মাঠের পাশেই মসজিদ। তাই তারা নাচ-গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। 
রবিবার রাতে নীলফামারির বাবরিঝাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে স্থানীয় গায়ক ও নৃত্যশিল্পী ছাড়াও রংপুরের শিল্পীদের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই আয়োজকদের হুমকি দিতে শুরু করে মৌলবাদীরা। কনসার্ট বন্ধ করতে বলা হয়। কিন্তু আয়োজকরা অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই লাঠি নিয়ে ধর্মীয় স্লোগান দিতে দিতে মঞ্চে উঠে পড়ে বেশ কয়েকজন ব্যক্তি। শুরু হয় ভাঙচুর। অনুষ্ঠান বন্ধ করা ছাড়া উপায় ছিল না আয়োজকদের। আয়োজকরা জানিয়েছেন, প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আলম শাহ ফকিরের নির্দেশেই হামলা চালানো হয়। যদিও জাহাঙ্গিরের দাবি, তিনি গোলমালের আশঙ্কায় অনুষ্ঠান বন্ধ রাখার কথা তিনি বলেছিলেন। 
এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট মঙ্গলবার বাতিল করল ইউনুস সরকার। মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারির ২৪ ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নিল ইউনুস সরকার। এরই মধ্যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলাও অব্যাহত। এবার বরিশালের ঝালকাঠিতে দুষ্কৃতীদের হাতে খুনে হলেন সুদেব হালদার (২৭) নামে যুবক। মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। সুদেবের মাথায় ও গলায় একাধিক আঘাত রয়েছে বলে পুলিস জানিয়েছে। জানা গিয়েছে, স্থানীয় বাজারে সুদেবের একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ই তাঁকে খুন করা হয়। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেন। সুদেবের বাবা জানিয়েছেন, তাঁর ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন তাঁকে খুন হতে হল, এই নিয়ে অন্ধকারে তাঁরা।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা