খেলা

রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে এখনই সিদ্ধান্ত নিন নির্বাচকরা

নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। পারথে প্রথম ম্যাচে অবশ্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভিকে। অনেকেই যা দেখে  আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সিরিজ এগনোর সঙ্গে সঙ্গে কোহলির ফর্মে ঘাটতি দেখা গিয়েছে। বারবার তিনি অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন। ন’টি ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১৯০। রোহিতের পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো নয়। পাঁচটি ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। বার চারেক  আটকে গিয়েছেন এক অঙ্কের ঘরে। প্রথম টেস্ট খেলেননি। সিডনিতে  সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হার এবং ডব্লুটিসি ফাইনালে উঠতে না পারার নেপথ্যে মহাতারকাদের ব্যর্থতাকেই দায়ী করা হচ্ছে। তাঁদের টেস্ট কেরিয়ারও প্রশ্নের মুখে। তবে আগামী কয়েক মাস টিম ইন্ডিয়া কোনও টেস্ট খেলবে না। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাকরের মতে, টেস্ট স্কোয়াডের খোলনলচে যদি বদলাতেই হয়, তাহলে এখনই তা করা উচিত। সানির কথায়, ‘ব্যাটিং ব্যর্থতার কারণেই অস্ট্রেলিয়ায় হারতে হয়েছে। বিশেষ করে মহাতারকারা একেবারেই ফর্মে ছিল না। বারবার একই ভুল করছে। ওদের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ, বিকল্প হিসেবে যাদের নেওয়া হবে, তাদের সময় দেওয়া দরকার। তাই আগামী কয়েকটি মাস খুবই গুরুত্বপূর্ণ।’
সূত্রের খবর, জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান অজিত আগরকরকে নাকি রনজি ট্রফিতে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের তালিকা তৈরি করতে বলেছে বিসিসিআই। ক্রিকেট মহলের ধারণা, রোহিত-কোহলিদের বিকল্প খুঁজে নিতেই হয়তো এই পদক্ষেপ। এই প্রসঙ্গে সানি গাভাসকর বলেন, ‘ঘরের মাঠে হোয়াইটওয়াশ, অস্ট্রেলিয়ায় দশ বছর পর সিরিজ হার, এতগুলো ধাক্কার পর নড়েচড়ে বসা দরকার বোর্ডের। দলে পরিবর্তন খুবই প্রয়োজন। তা বয়ে আনতে পারে ইতিবাচক ফলও। তারকা সংস্কৃতি অনেক হল, এবার নতুনদের সুযোগ দিতে হবে। এই সফরেই নীতীশ রেড্ডির মতো তরুণ ক্রিকেটারকে পেয়েছি। বল এখন নির্বাচকদের কোর্টে। ওদেরই ঠিক করতে হবে, রোহিত-কোহলিকে আর টেস্টে খেলানো হবে কিনা!’
শুধু ব্যাটিং নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরাহ ছাড়া ভারতীয় বোলিংকে লেগেছিল বড়ই সাদামাটা। মহম্মদ সিরাজ প্রত্যাশা পূরণে ব্যর্থ। হর্ষিত রানার মতো উঠতি পেসারও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। স্পিন বিভাগও ছিল ছন্নছাড়া। তাই টেস্টে ভারতের বোলিং আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন সানি। তাঁর কথায়, ‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই। কিন্তু সুযোগ দিতে হবে। বুমরাহ আর একা কত টানবে দলকে?  আমাদের এমন বোলিং ইউনিট তৈরি করতে হবে, যাতে যে কোনও পরিবেশে ও পরিস্থিতিতে ম্যাচ জিততে পারি।’
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা