রাজ্য

গঙ্গাসাগরে নাশকতার ছক বাংলাদেশি জঙ্গিদের, সতর্ক থাকুন, কোস্ট গার্ডকে বার্তা মুখ্যমন্ত্রীর

কৌশিক ঘোষ, গঙ্গাসাগর: কট্টরপন্থীদের ‘দখলে’ চলে যাওয়া বাংলাদেশে এখন উগ্র ভারত বিরোধিতা ‘লালিত’ হচ্ছে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) নেতৃত্বাধীন জঙ্গি কনসর্টিয়ামের মাধ্যমে। যে কোনওভাবে অনুপ্রবেশ ঘটিয়ে এপারে নাশকতা ঘটানোই তাদের লক্ষ্য। ইতিমধ্যে বাংলা ও অসমের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক এবিটি জঙ্গি জালে পড়ার পর নাশকতার সেই ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস হয়ে গিয়েছে। গোয়েন্দারা বলছেন, বড়সড় নাশকতা ঘটানোর চেষ্টায় রয়েছে বাংলাদেশি জঙ্গিরা। এবার বাংলাদেশি জঙ্গিদের টার্গেট আসন্ন গঙ্গাসাগর মেলা। তাঁদের হুঁশিয়ারি, জলপথে আসতে পারে হামলাকারীরা। এই আবর্তেই প্রতিবেশী রাষ্ট্রের নাম না করে প্রশাসনিক কর্তাদের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা—‘ওদিক থেকে এদিকে যাতে কোনও সমস্যা তৈরি করা না হয়, সেটা দেখুন। কড়া নজরদারি চালাতে হবে। ইতিমধ্যেই ইন্ডিয়ান নেভিকে বলা হয়েছে। সতর্ক থাকতে হবে কোস্টগার্ড, বিএসএফ এবং কোস্টাল পুলিসকেও।’ প্রশাসনিক প্রধান মমতার পরামর্শ—‘জল, স্থল, আকাশ সবদিকেই নজর রাখতে হবে।’ 
উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর এই বার্তা সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। সাগরদ্বীপ থেকে বাংলাদেশের জল সীমানা খুব দূরে নয়। এর আগেও সন্দেহভাজন বাংলাদেশিদের গতিবিধি নজরে এসেছে সাগরদ্বীপ ও সংলগ্ন জম্মুদ্বীপ ও মৌসুনি দ্বীপে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে ভারতীয় জল সীমানার এই অংশে কোস্টাল পুলিস ও কোস্ট গার্ডের টহলদারি বেড়েছে। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিরাপত্তার আঁটুনি এখন আরও শক্ত। আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হতে আর দিন দুয়েক বাকি। উপকূলরক্ষী বাহিনীর হোভারক্রাফটগুলি উপকূলে টহল দিচ্ছে। আকাশপথেও নজরদারি অব্যাহত। মেলাজুড়ে অসংখ্য সিসি ক্যামেরা বসেছে। আকাশে ড্রোন উড়িয়ে নজরদারির ব্যবস্থা থাকছে। আরও বেশি সংখ্যক ওয়াচ টাওয়ার করা হয়েছে। মেগা কন্ট্রোল রুম খুলে পুরো মেলা প্রাঙ্গণের উপর ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।  
বাংলাদেশে ধৃত রাজ্যের মৎস্যজীবীদের উপরে সেখানে শারীরিক নির্যাতন চালানো হয়েছে। সোমবার গঙ্গাসাগরে এসে প্রথম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা জানিয়েছিলেন। গঙ্গাসাগর সফরের দ্বিতীয় দিনে সরাসরি নাম না করলেও বাংলাদেশের পরিস্থিতির দিকে ইঙ্গিত করলেন তিনি। গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গটি এদিন ফের উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘কুম্ভমেলার জন্য পুরো টাকা, অথচ গঙ্গাসাগর মেলার জন্য একটি পয়সাও নয়? বাংলা সব সময় বঞ্চিত। কেন্দ্রীয় সরকার কিছুতেই গঙ্গাসাগরকে জাতীয় মেলার মর্যাদা দিচ্ছে না।’ সুযোগ পেলে এই মর্যাদা যে তাঁর হাত ধরেই আসবে, তাও জানিয়ে দেন প্রত্যয়ী মমতা।
14h 14m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা