প্রয়াত ইতালির প্রাক্তন ফুটবলার সালভাতোরে স্কিলাচি। বয়স হয়েছিল ৫৯। ২০২২ সাল থেকেই কোলোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন ইতালি বিশ্বকাপের এই নায়ক। ৬টি গোল করে জিতেছিলেন সোনার বুটও। পাশাপাশি ওই বিশ্বকাপে তাঁর অনবদ্য পারফরমেন্সের জন্য জেতেন গোল্ডেন বলও। তবে ময়দানে নেমে ডিফেন্সের সামনে অপ্রতিরোধ্য থাকলেও এবার কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন স্কিলাচি। স্থানীয় সময় বুধবার তাঁর প্রাক্তন দুই ক্লাব জুভেন্তাস ও ইন্তার মিলানের পক্ষ থেকে স্কিলাচির মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়।
2024-09-18 18:15:46ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.০৭ টাকা | ৮৪.৮১ টাকা |
পাউন্ড | ১০৮.৬৫ টাকা | ১১২.২০ টাকা |
ইউরো | ৯১.৫৭ টাকা | ৯৪.৭৬ টাকা |