খেলা

জামশেদপুর বধে বাড়তি দায়িত্ব নিতে হবে কামিংস-লিস্টনদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলন শেষে জেসন কামিংস বেরতেই ঢিপ করে প্রণাম সারলেন এক সমর্থক। ততক্ষণে জেমি ম্যাকলারেন আর পেত্রাতোসকে ঘিরে  শুরু গোলের আব্দার। জামশেদপুর ম্যাচ উতরে দিতে ‘থ্রি মাস্কেটিয়ার্স’ বড় ভরসা মোহন বাগানের। আসলে মোলিনা ব্রিগেডের ইঞ্জিন গ্রেগ স্টুয়ার্ট। চোটের কারণে শনিবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। সেই ঘাটতি পূরণ করতে হবে বাকিদের। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আইএসএলে ৭ ম্যাচে ১৩ গোল করেছে মোলিনা ব্রিগেড। গড় দুয়ের কম। শুধু তাই নয়, আইএসএলে সর্বাধিক পাঁচ গোলদাতার তালিকায় পালতোলা নৌকোর কোনও ফুটবলার নেই। গোলগাল চেহারার পেত্রাতোস গতবারের ফর্ম হাতড়াচ্ছেন। অন্যদিকে কামিংস আর ম্যাকলারেন বক্স স্ট্রাইকার। তাঁরা কোনওমতেই বল প্লেয়ার নন।  তারকাখচিত আপফ্রন্টের কাছে প্রত্যাশা আরও অনেক বেশি। তা উপলব্ধি করেই কামিংসরা বেশ মরিয়া। ‘জয় মোহন বাগান’ স্লোগানে গলাও মেলালেন তাঁরা। 
বৃহস্পতিবার ক্লোজড ডোর অনুশীলনে জামশেদপুর বধের স্ট্র্যাটেজি ঝালিয়ে নিলেন হোসে মোলিনা। ডিফেন্ডার আশিস রাই অন্তত দিন দশেক বাইরে। ফলে রাইট উইং ব্যাকে দীপ্যেন্দু বিশ্বাসই ভরসা। প্রতিপক্ষে জর্ডন মারে, সিভেরিও তোরোর মতো স্ট্রাইকার রয়েছেন। এরিয়াল বলে তাঁরা খুবই দক্ষ। ফলে আলড্রেড ও আলবার্তোর জুটিকে বদলাতে চান না মোলিনা। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা আগের চেয়ে অনেকটাই ফিট। পরিস্থিতি অনুযায়ী তাঁকে ব্যবহার করা হবে। মাঝমাঠ জমাট করতে আপুইয়ার পাশাপাশি দীপক টাংরিকেও তৈরি রাখা হচ্ছে। আপফ্রন্টে মনবীর ও লিস্টন দুরন্ত ছন্দে। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা উইং হাফ তাঁরা। যুবভারতীর বড় মাঠে লিস্টনদের গতি প্রতিপক্ষকে বেকায়দায় ফেলবে। লক্ষ্যভেদের জন্য তিন অজি ফুটবলার তো রয়েইছেন। ঘরের মাঠে ম্যাচ জিতলে শীর্ষে থাকা বেঙ্গালুরুর ঘাড়ে নিঃশ্বাস ফেলবে সবুজ-মেরুন ব্রিগেড। এই মুহূর্তে ৮ ম্যাচে সুনীলদের পয়েন্ট ১৭। এক ম্যাচ কম খেলে মোহন বাগানের সংগ্রহ ১৪ পয়েন্ট। পুরো পয়েন্ট ছিনিয়ে নিতে তাই বদ্ধপরিকর স্প্যানিশ কোচ।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা