বিদেশ

দুই কলেজের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, ছোড়া হল কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড

ঢাকা: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার শহরের সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের পড়ুয়ারা। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে।  ঢাকা কলেজ ও সিটি কলেজের পড়ুয়াদের মধ্যে এই সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিস। এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।  স্থানীয় সময় দুপুর পৌনে তিনটে নাগাদ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায় পুলিসের। দুই কলেজের পড়ুয়াই সেখান থেকে নিজেদের ক্যাম্পাসের দিকে ফিরে যান।
দু’পক্ষের জখম অন্তত ৩০ পড়ুয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। একথা জানিয়েছেন মেডিক্যাল পুলিস ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক। এদিকে, ছাত্র সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়ানোয় বিকেলের দিকে নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের ফটকে ব্যবসায়ীরা তালা ঝুলিয়ে দেন। গতকালের একটি ঘটনাকে কেন্দ্র করে এদিন দুই কলেজের পড়ুয়াদের মধ্যে এই সংঘর্ষ। সায়েন্স ল্যাব এলাকাতেই গতকাল ঢাকা কলেজের একদল পড়ুয়া বাসে উঠতে গেলে তাঁদের সঙ্গে সিটি কলেজের কয়েকজন পড়ুয়ার বিবাদ তৈরি হয়। চলে হাতাহাতিও। এর জেরে এদিন বেলা ১১টা নাগাদ সিটি কলেজের পড়ুয়ারা ঢাকা কলেজের দু’টি বাসে ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের পড়ুয়ারা সিটি কলেজে গিয়ে ভাঙচুর করেন। বেলা তিনটে নাগাদ দুই কলেজের পড়ুয়ারা জমায়েত করেন সায়েন্স ল্যাব এলাকায়। প্রথম চলে ইট বৃষ্টি। এরপর শুরু হয় সংঘর্ষ।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা