বিদেশ

লন্ডনে হর্ষিতা ব্রেলার খুন: স্বামী পঙ্কজর খোঁজে তল্লাশি শুরু ব্রিটিশ পুলিসের, ‘জাস্টিস’ চাইছে পরিবার

লন্ডন: ভারতীয় বংশোদ্ভূত হর্ষিতা ব্রেলাকে খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তাঁর স্বামী পঙ্কজ লাম্বার দিকে। অভিযুক্তর খোঁজে এবার আন্তর্জাতিক স্তরে তল্লাশি শুরু করল ব্রিটিশ পুলিস। গত  ১৪ নভেম্বর পূর্ব লন্ডনের ইলফোর্ডে ব্রিসবেন রোডে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বুট থেকে ২৪ বছরের তরুণী হর্ষিতার দেহ উদ্ধার হয়। পুলিস মনে করছে, হর্ষিতাকে খুন করে বিদেশে পালিয়ে গিয়েছেন তাঁর স্বামী পঙ্কজ। এই অবস্থায় হর্ষিতার খুন বা পঙ্কজ সম্পর্কে কারও কাছে কোনও তথ্য থাকলে তা জানাতে জনসাধারণের কাছে আর্জি জানিয়েছে পুলিস। এই মামলার তদন্তকারী চিফ ইনসপেক্টর পল ক্যাশ জানিয়েছেন, হর্ষিতার খুনের তদন্তে কাজ করছেন ৬০ জন গোয়েন্দার বিশেষ টিম। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি বাড়ি বাড়ি তল্লাশিও করা হচ্ছে। এছাড়া গাড়ির স্বয়ংক্রিয় নাম্বার প্লেট যাচাই ব্যবস্থারও সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পল। পুলিসের প্রাথমিক সন্দেহ, খুনের পর পঙ্কজ গাড়ি করে হর্ষিতার দেহ নর্থ হাম্পশায়ার থেকে ইলফোর্ডে নিয়ে আসেন। এরপর তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কর্বিতে থাকতেন হর্ষিতারা। তাঁর এক প্রতিবেশী কেলি ফিলিপ জানিয়েছেন, গত বুধবার তিনি এক পুরুষ ও মহিলার মধ্যে উত্তপ্ত বচসা শুনতে পেয়েছিলেন। তবে ভাষা বুঝতে পারেননি। দাম্পত্য কলহ মনে করে তিনি আর পুলিসকে বিষয়টি জানাননি। পরে দুজন পুরুষের কথা কাটাকাটিও তিনি শুনেছিলেন। উল্লেখ্য, হর্ষিতার বাবা, মা ও বোন দিল্লিতে থাকেন। সেখান থেকেই মেয়ের খুনের সুবিচারের দাবিতে সরব হয়েছেন মা সুদেশ কুমারী। তিনি বলেন, ‘আই ওয়ান্ট জাস্টিস ফর মাই ডটার।’ বিবিসিকে হর্ষিতার বাবা সতবীর ব্রেলা বলেন, ‘আমি চাই জামাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ মেয়ের দেহ ভারতে ফিরিয়ে আনতে চান বলেও তিনি জানিয়েছেন। মুখ খুলেছেন হর্ষিতার বোন সোনিয়া দাবাস। তিনি বলেন, ‘দেখাশোনা করে বিয়ে হয় দিদির। ব্রিটেনে বসবাস নিয়ে দিদি খুবই উৎসুক ছিল। কিন্তু বিয়েটা সুখের হয়নি।’ ছোটখাট বিষয় নিয়ে হর্ষিতার সঙ্গে পঙ্কজের বচসা লেগেই থাকত। সতবীর জানিয়েছেন, ‘কথা হলেই হর্ষিতা সময়ে খাবার দেয় না বলে পঙ্কজ অভিযোগ করত। মায়ের সঙ্গে ফোনে ‘অতিরিক্ত’ কথা বলা নিয়েও বিরক্ত ছিল পঙ্কজ।’ হর্ষিতার সঙ্গে তাঁদের শেষবার ১৩ নভেম্বর কথা হয় বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।  
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা