খেলা

জামশেদপুরের বিরুদ্ধে স্টুয়ার্টদের বিকল্প খোঁজাই চ্যালেঞ্জ মোলিনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁ প্রান্ত থেকে আসা মাইনাস জালে পাঠিয়ে পরিচিত স্মাইলি সেলিব্রেশন সারলেন জেসন কামিংস। ছুটি কাটিয়ে ফুরফুরে মেজাজে অজি বিশ্বকাপার। ফুটবলারদের এই শরীরী ভাষা জামশেদপুর ম্যাচের আগে বড় হাতিয়ার হতেই পারত হোসে মোলিনার। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট, আশিস রাই ও অনিরুদ্ধ থাপার চোট নিয়ে বেশ অস্বস্তিতে তিনি। মঙ্গলবার বিকেলে ফিজিওর তত্ত্বাবধানে গা ঘামালেন স্টুয়ার্ট। জামশেদপুরের বিরুদ্ধে অনিশ্চিত। তিনি না পারলে ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে শুরু করতে পারেন দিমিত্রি পেত্রাতোস। ও঩ড়িশার বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়ে কাজে লাগানোর চেষ্টা করেন তিনি। গ্রেগ স্টুয়ার্টের অভাব পেত্রাতোস মেটাতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এটাও ঠিক, গত মরশুমের ফর্মে নেই অজি তারকাটি। 
জাতীয় দল থেকে চোট নিয়ে ফেরা অশিস রাই এদিন মাঠে এলেও অনুশীলন করেননি। হ্যামস্ট্রিংয়ে চোট। অন্তত দশদিন বাইরে থাকতে হবে তাঁকে। ফলে রক্ষণের কম্বিনেশন কিছুটা বদলাবে। সেই জায়গায় দীপ্যেন্দু বিশ্বাসকে তৈরি রাখছেন কোচ মোলিনা। এদিন আলাদা অনুশীলন করেন অনিরুদ্ধ থাপা। প্র্যাকটিসের মাঝে চোট নিয়ে কথা বললেন চিকিৎসকের সঙ্গে। তাঁর খেলার বিষয়ে থিঙ্কট্যাঙ্ক আশাবাদী।
শনিবার ঘরের মাঠে মোহন বাগানের প্রতিপক্ষ জামশেদপুর। তবে গত ম্যাচে লাল কার্ড দেখায় ডাগ-আউটে থাকতে পারবেন না কোচ খালিদ জামিল। মোহন বাগানকে নিয়ে ইতিমধ্যেই হোম-ওয়ার্ক শুরু করে দিয়েছেন এই মুম্বইকর। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে জেএফসি। আইএসএলে দুরন্ত শুরু করেও ক্রমশ ম্রিয়মান তারা। দুর্বল রক্ষণ চিন্তার কারণ। শেষ দু’টি ম্যাচে ১০ গোল হজম করেছেন জর্ডন মারে, সিভেরিও তোরোরা। ব্যর্থতা কাটিয়ে সাফল্যের সরণিতে ফিরতে একটা ঝাঁকুনি দিতে মরিয়া খালিদ-ব্রিগেড। তা বুঝেই সাবধানী সবুজ-মেরুন কোচ মোলিনা। ফুটবলারদের চোট-আঘাত দেখে চূড়ান্ত দল বাছবেন তিনি।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা