খেলা

ফিট রাহুল, পারথে নেতৃত্বে বুমরাহ

পারথ: ভারতীয় দলের জন্য একইসঙ্গে স্বস্তি ও অস্বস্তি। স্বস্তি, কারণ লোকেশ রাহুলের চোট গুরুতর নয়। ২২ নভেম্বর পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে তাঁর নামা নিয়ে সংশয় নেই। রবিবার ডান কনুইয়ের চোট নিয়ে যাবতীয় আশঙ্কা উড়িয়ে ওয়াকা স্টেডিয়ামে দীর্ঘক্ষণ ব্যাট করেন তিনি। তবে এর পাশাপাশি অস্বস্তি হয়ে উঠছে অধিনায়ক রোহিত শর্মাকে প্রথম টেস্টে না পাওয়া। শুক্রবার রাতে দ্বিতীয়বার সন্তানের পিতা হয়েছেন তিনি। আপাতত পরিবারের সঙ্গেই থাকতে চান হিটম্যান। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন বলে বোর্ডকে জানিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ৩০ নভেম্বর শুরু হওয়া দু’দিনের ম্যাচেও নামতে রাজি রোহিত। তবে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলবেন না।
এই পরিস্থিতিতে পারথে টপ থ্রি’র দু’জনকে বাদ দিয়েই নামতে হবে ভারতকে। রোহিত ছাড়াও এই টেস্টে নেই শুভমান গিল। শনিবার ফিল্ডিংয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। স্ক্যানে চিড় ধরা পড়েছে। কোনও অবস্থাতেই প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই। ফলে টিম কম্বিনেশন নিয়ে রীতিমতো সমস্যায় কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে প্রথমবার যশপ্রীত বুমরাহর নেতৃত্ব দেওয়া নিয়ে অবশ্য কোনও সংশয় নেই। এর আগে একটা টেস্টেই নেতৃত্ব দেন তিনি। রোহিতের কোভিড হওয়ায় এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে টস করতে যান বুমরাহ।
এই পরিস্থিতিতে পারথে যশস্বী জয়সওয়ালের সঙ্গে সম্ভবত রাহুলই ওপেন করবেন। ভারতীয় শিবির অবশ্য ‘এ’ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান দেবদূত পাদিক্কালকে অস্ট্রেলিয়ায় রেখে দিয়েছে। নেটে বুমরাহর বিরুদ্ধে নজরও কেড়েছেন বাঁ হাতি। ফলে তাঁকেও নামিয়ে দেওয়া হতে পারে তিন নম্বরে। এর আগে একটাই টেস্ট খেলেছেন পাদিক্কাল। তাতে একমাত্র ইনিংসে ৬৫ করেন তিনি। ধ্রুব জুরেলকে আবার শুধু ব্যাটসম্যান হিসেবেও মিডল অর্ডারে খেলানোর সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে দুই ইনিংসেই চাপের মুখে অর্ধশতরান করেন তিনি। 
এদিকে, পারথে নীতীশ রেড্ডির টেস্ট অভিষেক নিয়ে জল্পনা তুঙ্গে। অলরাউন্ডার হিসেবে তাঁর প্রতিভায় কোচের আস্থার কথা আগেই শোনা গিয়েছে। তাঁকে চতুর্থ পেসার হিসেবেও ভাবছে দল। বুমরাহ, মহম্মদ সিরাজের পর তৃতীয় পেসার হওয়ার লড়াই অবশ্য প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে হর্ষিত রানার। কৃষ্ণা অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হওয়ার সুযোগ পেয়েছেন। তবে হর্ষিতের গতি ও আগ্রাসন চমক হতে পারে। এদিকে, মহম্মদ সামি যতই প্রত্যাবর্তনের ম্যাচে রনজিতে সাত উইকেট নিন, তাঁকে এখনই অস্ট্রেলিয়ায় পাঠানোর কোনও খবর নেই। বড়জোর সিরিজের দ্বিতীয়ার্ধে তাঁকে ডনের দেশের উড়ানে দেখা যেতে পারে। 
তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার পর সোমবার বিশ্রাম নেবে টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকে অপ্টাস স্টেডিয়ামে টানা তিনদিন নেট করবেন বিরাট কোহলি, ঋষভ পন্থরা। সেখানেই টিম কম্বিনেশনের স্পষ্ট ছবি ধরা পড়বে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা