খেলা

বসনিয়াকে সাত গোলের মালা জার্মানির

মিউনিখ: উয়েফা নেশনস লিগে জার্মানির দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে সাত গোলের মালা পরাল জুনিয়াল নাগেলসম্যানের ছেলেরা। ম্যাচে জোড়া গোল যথাক্রমে টিম ক্লেইনডিয়েনস্ট ও ফ্লোরিন উইর্ৎজের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন জামাল মুসিয়ালা, কাই হাভার্ট ও লেরয় সানে। জয়ের সুবাদে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নেশনস লিগের গ্রুপ সি’তে শীর্ষস্থান ধরে রাখল জার্মানি। গ্রুপের অপর ম্যাচে বড় জয় পেল নেদারল্যান্ডসও। ঘরের মাঠে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারাল ডাচ-ব্রিগেড। ম্যাচের চার গোলদাতা যথাক্রমে উট উইঘর্স্ট, কোডি গাকপো, ডেনজিল ডামফ্রিস ও টিউন কুপেমেইনার্স। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। উল্লেখ্য, এদিন ম্যাচের সাত মিনিটের মাথায় হাঙ্গেরির সহকারী কোচ অ্যাডাম জালাই অসুস্থ বোধ করায় সাময়িকভাবে খেলা বন্ধ রাখা হয়। সাইড-লাইনের ধারে প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। প্রায় ১০ মিনিট পর ফের শুরু হয় খেলা। বর্তমানে স্থিতিশীল রয়েছেন অ্যাডাম।
এদিকে, নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। ১৩ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ আটের টিকিট নিশ্চিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। গত ম্যাচে পোল্যান্ডকে পাঁচ গোলে মালা পরিয়েছে রবার্তো মার্তিনেজের ছেলেরা। ক্রোটদের বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য পর্তুগালের। পক্ষান্তরে, গত ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারায় নক-আউটের পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে লুকা মডরিচদের। সোমবার পর্তুগালের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতেই হবে তাদের। ঘরের মাঠে স্পেনের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড।
জার্মানি- ৭               :            বসনিয়া-হার্জেগোভিনা- ০
নেদারল্যান্ডস- ৪       :                                  হাঙ্গেরি- ০
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা