কলকাতা

এক মহিলা সহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বরানগর: উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের সুইসাইড নোটের উপর ভিত্তি করে নোয়াপাড়া থানায় এফআইআর দায়ের করল পরিবার। মৃত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ছেলে সার্থক এক মহিলা সহ পাঁচ জনের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। অন্যদিকে, পুলিস প্রাথমিক তদন্তে জেনেছে, সত্যজিৎবাবুকে ব্ল্যাকমেল করে তিরিশ লক্ষেরও বেশি টাকা হাতানো হয়েছিল। ওই টাকা দেওয়ার জন্য তাঁকে ধারও করতে হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর বারাকপুরের আটবারের কাউন্সিলার তথা ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে ইছাপুর আনন্দমঠ এলাকার ভাড়াবাড়ির তিনতলার চিলেকোঠা থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পাশেই পাওয়া যায় সুইসাইড নোটও। তিনি স্ত্রী ও ছেলেকে পৃথকভাবে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়েছিলেন। ওই সুইসাইড নোটের উপর ভিত্তি করে মৃতের ছেলে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে, মোহনপুরের বাবনপুর লম্ফ বাজারের বাসিন্দা জয়শ্রী দাস, তাঁর স্বামী সঞ্জয় দাস সহ সংলগ্ন ক্লাবের কয়েকজন এবং একজন আইনজীবীর নাম রয়েছে। পুলিস তদন্তে নেমে জেনেছে, একটি ভিডিওকে হাতিয়ার করে ওই মহিলা, তাঁর স্বামী সহ অন্যান্যরা সত্যজিতবাবুকে ক্রমাগত চাপ দিচ্ছিলেন। নিজের জমানো টাকা ছাড়াও বাজার থেকে ধারদেনা করে তাঁদের টাকা দিয়েছিলেন তিনি। সেই টাকার পরিমাণ ৩০ লক্ষেরও বেশি। তারপরও খাই মেটেনি অভিযুক্তদের। ফের টাকা না দিলে ভিডিও ‘ভাইরাল’ করার হুমকি দেওয়া হয়। পাহাড়সম চাপের সামনে দাঁড়িয়ে তিনি আত্মঘাতী হয়েছেন।
কেন তিনি পরিচিত কাউকে এই ঘটনার কথা জানাননি? ওই ভিডিও সত্যি হলে কেনইবা টাকা দেওয়ার পর তিনি তা ডিলিট করাননি— এসব বিষয়ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমনকী, ওই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস। পুরসভার ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠদের অভিযোগ, ব্ল্যাকমেলের ঘটনার পিছনে দলের একাংশের হাত রয়েছে। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। দলও নিজের উদ্যোগে আলাদা করে তদন্ত করছে। দলের কেউ জড়িত থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা