কলকাতা

মাখলায় ভেঙে চৌচির টিএন মুখার্জি  রোড, নিত্য দুর্ভোগে ক্ষুব্ধ নাগরিকরা

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া স্টেশন থেকে দিল্লি রোড পর্যন্ত বিস্তৃত টিএন মুখার্জি রোড। উত্তরপাড়ার অন্যতম ব্যস্ততম রাস্তা। এখানকার বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তাকে এখন রাস্তা বলে চেনার উপায় নেই। অধিকাংশ জায়গায় ছোট, বড় আকারের গর্ত তৈরি হয়েছে। পথের মাঝামাঝি অংশে থেকে পিচ উঠে গিয়েছে। গাড়ি চলাচল করতে প্রবল সমস্যা হয়। উত্তরপাড়া স্টেশন থেকে দিল্লি রোড যেতে রীতিমতো দুলতে দুলতে যায় গাড়ি। 
মানুষের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা একইরকম অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ পথটি পূর্তদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। তা মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি একাধিক দুর্ঘটনা ঘটে। তারপর অটো ও টোটোচালকরা গাড়ি চালানো বন্ধ করে দেন। ফলে নাগরিক দুর্ভোগ চরমে ওঠে। চড়কতলার বাসিন্দা শ্যামল সর্দার বলেন, ‘বছরের পর বছর ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ে আছে। প্রশাসন তাকিয়ে পর্যন্ত দেখে না। অথচ এই রাস্তা দিয়ে ১৬ চাকার গাড়ি চলে।’ উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, ‘রাস্তাটি পূর্তদপ্তরের। আমি বহুবার দপ্তরকে রাস্তা সংস্কারের জন্য বলেছি। অবশেষে রবিবার দপ্তর থেকে জানিয়েছে, সোমবার থেকে কাজ শুরু হবে।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংস্কারে সবুজ সঙ্কেত মিলতেই রবিবার দুপুর থেকে অটো চালু হয়েছে। আজ, সোমবার থেকে টোটোও চলবে।
এই রাস্তায় অটো স্ট্যান্ডের কাছ থেকেই তৈরি হয়েছে খানাখন্দ। স্ট্যান্ডের সামনে রাস্তা ভেঙে ইট বেরিয়ে গিয়েছে। বেলপুকুরের কাছে মন্দিরের সামনে বেশ কিছু অংশ খানাখন্দে ভরা। চড়কতলা, ঘোষপাড়াতেও রাস্তার উপরের অংশে গর্ত। বেলপুকুরের কিছুটা পর থেকে বিড়লা মোড় পর্যন্ত আড়াআড়িভাবে একাধিক জায়গায় বসে গিয়েছে রাস্তা। মাটি বেরিয়ে পড়েছে। বিড়লা মোড় থেকে রাইস মিল পর্যন্ত রাস্তার দু’ধার ভেঙে সঙ্কীর্ণ হয়ে গিয়েছে। একাধিক জায়গা ভেঙেও গিয়েছে। প্রায় পাঁচ কিমি রাস্তাটির সর্বত্র দিল্লি রোড পর্যন্ত একই অবস্থা। অভিযোগ, সংস্কার করা হয় না, ভারী লরি চলাচল করে। গোরু, মোষও নির্বিচারে চলাচল করে। সেসব কারণেই রাস্তার ক্ষতি হয়। কিন্তু প্রশাসন নির্বিকার। ফলে ক্রমে বাড়ছে মানুষের যন্ত্রণা। 
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা