কলকাতা

মুখের মধ্যে সোনার দুল, দৌড়ে  পালাতে গিয়ে ধরা পড়ল মহিলা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কোলে শিশু, কাঁধে পুঁটুলি নিয়ে এক যুবতী রাস্তা দিয়ে দৌড়চ্ছে। পিছনে একদল মহিলা ‘চোর চোর’ বলে চিৎকার করে তাকে ধাওয়া করছে। শেষমেশ ধরাও পড়ল ওই যুবতী। মহিলারা দেখলেন, যুবতীর একদিকের গাল ফোলা। সকলের চাপাচাপিতে মুখ খুলতেই ভিতর তেকে বেরিয়ে এল দু’জোড়া সোনার দুল। এরপর সন্দেহ গিয়ে পড়ে পুঁটুলির উপর। সেটি খুলতেই দেখা যায়, তারমধ্যে আলাদা আলাদাভাবে আরও তিনটি পুঁটলি রয়েছে। সেগুলি থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটের দু’টি বান্ডিল, দু’টি দামি হাতঘড়ি, সোনার হার ও বেশ কয়েকটির রুপোর আংটি। রবিবারের দুপুরে ওই যুবতী বমাল ধরা পড়ায় শোরগোল পড়ে হাবড়ার বাইগাছি এলাকায়।
কোলে দুই শিশু ও কাঁধে পুঁটলি। কয়েকদিন ধরেই বানজারার বেশে বাইগাছির পাড়ায় পাড়ায় ভিক্ষা করছিল ওই যুবতী। তাকে এক ঝলক দেখে বোঝার উপায় নেই! গত তিন-চারদিনে এই এলাকায় কয়েকজনের সোনা, টাকা ইত্যাদি হাতসাফাই হয়েছে। অভিযুক্তকে কিছুতেই ধরা যাচ্ছিল না। রবিবার যুবতীর প্ল্যান অবশ্য কাজে আসেনি। হাতেনাতে ধরা পড়ল সে। অবশেষে গণধোলাই দিয়ে বাসিন্দারা তাকে পুলিসের হাতে তুলে দিয়েছেন। হাবড়ার বাইগাছির পাড়ুইপাড়ার বাসিন্দারা এদিন দুপুরে দেখেন, এক মহিলা প্রাণ বাঁচাতে ছুটছে। তাকে ধাওয়া করেন এলাকার মহিলারা। কিছুটা দূরে গিয়ে তাকে ধরে ফেলেন তাঁরা। উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা, সোনা ও রুপোর গয়না। খবর পেয়ে হাবড়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে শিশু সহ ওই মহিলাকে গ্রেপ্তার করে। পুলিসের দাবি, বিড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় একদল বানজারা ঘাঁটি গেড়েছে। এই যুবতী সেখানেই থাকে। স্থানীয় বাসিন্দা পূজা মণ্ডল ও মৌ সর্দারের অভিযোগ, শিশুকে নিয়ে বানজারার বেশে পাড়ায় পাড়ায় চুরি করতে এসেছিল সে। সরল বিশ্বাসে আমরা অনেকেই ভিক্ষা দিয়েছি। ভিক্ষুকের ছদ্মবেশেই সে এই কাজ করেছে। আমরা হাতেনাতে ধরেছি। এদিন দুপুরে কারও কানের দুল হাতানোর পর সেটি পুঁটুলিতে ঢোকানোর সময় পায়নি। সম্ভবত তাড়া খেয়ে দৌড়াচ্ছিল। তখন ওই দুল জোড়া সে মুখে পুড়ে নিয়েছিল। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল মতিন মণ্ডল বলেন, ‘ওই মহিলার ব্যাগ ও পুঁটুলি তল্লাশি করে সোনার অলংকার, টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র পাওয়া গিয়েছে। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে’। হাবড়া থানার পুলিস জানিয়েছে, ধৃতের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা