কলকাতা

কলেজের একাংশ পুলিসের  দখলে, কোর্স চালুতে সমস্যা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আমতলার প্রভাস রায় গভর্নমেন্ট আইটিআই কলেজ এখন কার্যত ডায়মন্ডহারবার পুলিস জেলার দখলে। এই কলেজের ১২টি ঘর এখন পুলিসের ঘরবাড়ি হয়ে উঠেছে। যেন পুলিস বারাক উঠে এসেছে এই আইটিআইয়ে। গত পাঁচ বছর ধরে ঘরগুলি পুলিস কর্মীরা কব্জা করে রাখায় ক্লাসরুমের অভাবে নতুন কোর্স চালু করতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, তারা বারে বারে ঘর ছেড়ে দেওয়ার জন্য ডায়মন্ডহারবার পুলিস জেলাকে চিঠি দিলেও তাকে আমল দিচ্ছেন পুলিসের কর্তারা। এমনকী, পুলিস কর্মীরা ঘরের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহার করলেও তার খরচ গুনতে হচ্ছে আইটিআই কলেজ কর্তৃপক্ষকে। এ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ডায়মন্ডহারবার পুলিস জেলা গঠন হলেও পুলিস কর্মীদের থাকার নির্দিষ্ট কোনও ব্যবস্থা নেই। সেই সময় আইটিআই কলেজের ভবনগুলি খালি ছিল। সেই ভবনে পুলিস কর্মীদের রাখার জন্য জেলা পুলিসের তরফে কলেজ কর্তৃপক্ষকে আর্জি জানানো হয়েছিল। তারপর পাঁচ বছর কেটে গেলেও ঘর ছাড়ার নাম নেই পুলিস কর্মীদের। এখন এটি ছোটখাট পুলিস বারাকে পরিণত হয়েছে। আইটিআইয়ের প্রিন্সিপাল কিংশুক হাজরা বলেন, আমাদের একাধিক কোর্স চালু করার ইচ্ছা থাকলেও ঘরের অভাবে তা শুরু করতে পারছি না। অনেক ক্লাসরুমই এখন পুলিসের দখলে। ওয়েল্ডিং বিভাগের যন্ত্রপাতি এসে পড়ে রয়েছে। সেগুলি ‘ইনস্টল’ করা যাচ্ছে না। তার উপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে বিদ্যুতের বিল। আগে যেখানে মাসে ৬০-৭০ হাজার টাকা বিল আসত, পুলিসের দৌলতে তা এখন লক্ষ পেরিয়ে গিয়েছে।
সূত্রের খবর, গত বছর কারিগরি শিক্ষাদপ্তর জেলা প্রশাসনকে চিঠি দিয়ে আইটিআই কলেজ থেকে পুলিস কর্মীদের সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। একই চিঠি দেওয়া হয়েছিল ডায়মন্ডহারবার পুলিস জেলাকেও। কিন্তু কোনও অজ্ঞাত কারণে এ নিয়ে প্রশাসন পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এ প্রসঙ্গে ডায়মন্ডহারবার পুলিস জেলার সুপার রাহুল গোস্বামী বলেন, আমি আসার পর এই বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। নিশ্চয়ই খোঁজ করে দেখব। প্রয়োজনে প্রিন্সিপালের সঙ্গেও কথা বলব।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা