কলকাতা

সুশান্তকে মারতে বরাত ১০ লক্ষের ৫ মাসে ৩ বার খুনের চেষ্টা,  মূল চক্রীর খোঁজে পুলিস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধৃত শ্যুটার যুবরাজের বয়ান মাফিক আড়াই বা ১০ হাজারি ‘গেম’ নয়। কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের ছকে বরাত ছিল ১০ লক্ষ টাকার! 
বিহারের অস্ত্র আমদানি থেকে শুরু করে ভাড়াটে খুনি জোগাড়— সবমিলিয়ে মোটা টাকার ব্যবস্থা করা হয়েছিল। ঘটনার নেপথ্যে থাকা অন্যতম ষড়যন্ত্রকারী ধৃত আফরোজ খান ওরফে গুলজারকে জেরা করে করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন লালবাজারের গোয়েন্দারা। এই টাকার মধ্যেই ভাগ ছিল বিহার থেকে আসা তিন আততায়ীর। ধৃত যুবরাজের সঙ্গে চুক্তি হয় ১০ হাজার টাকায়। কিন্তু প্রশ্ন উঠেছে, এত টাকার বরাত দিল কে? শুধুমাত্র গুলজার নয়, নেপথ্যে অন্য কোনও বড় মাথা রয়েছে বলেই সন্দেহ পুলিসের। ইতিমধ্যে বিহারের তিন আততায়ীকে ৩ লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। গুলজার তাদের গিয়ে টাকাটা দিয়ে আসে। এটা কেবল যাতায়াত এবং অস্ত্র কেনার খরচ হিসাবে দেওয়া হয়েছিল। বাকি টাকা কাজের শেষে দেওয়ার কথা ছিল। তাদের সন্ধানে বিহারে রওনা দিয়েছেন গোয়েন্দারা। গুলজার কার কাছ থেকে টাকাটা পেয়েছিল, সেটাই তদন্ত করে দেখছেন তাঁরা। 
আপাতত তদন্তে নেমে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে লালবাজার। স্কুটারে চেপে গুলি করতে আসা যুবরাজ সিং, ট্যাক্সিচালক আহমেদ খান ও বর্ধমানের গলসি থেকে পাকড়াও হওয়া গুলজারকে মুখোমুখি বসিয়ে জেরা করেন গোয়েন্দারা। তাতেই পুলিস জানতে পেরেছে এই খুনের পরিকল্পনা প্রথম নয়। গত পাঁচ মাস ধরে আততায়ীদের ‘টার্গেট’-এ রয়েছেন সুশান্ত। আগেও দু’বার বিহার থেকে ভাড়া করা আততায়ী এনে হত্যার ছক কষা হয়েছিল। অর্থাৎ, গত পাঁচ মাসের মধ্যে মোট তিনবার হামলার ছক। প্রথম দু’বার কোনও কারণে পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু, তৃতীয় পরিকল্পনা ঠিক থাকলেও খুলল না পিস্তলের লক। পুলিস সূত্রে খবর, ওই পিস্তলের প্রথম বুলেটের মাথা ভেঙে যায়। তার জেরেই লক হয়ে যায় ট্রিগার। 
রবিবার আলিপুর আদালতে আফরোজ খান ওরফে গুলজারকে তোলা হলে বিচারক ১৩ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে গোয়েন্দাদের জেরায় ধৃতের স্বীকরোক্তি, গত জুলাইতে প্রথম হামলার ছক কষা হয়েছিল। বিহার থেকে শহরে আসে এক শ্যুটার। কিন্তু ভেস্তে যায় প্ল্যানিং। পরের হামলার পরিকল্পনা ছিল দুর্গাপুজোর সময়। বিসর্জনের দিন ভিড়ের মধ্যে গুলি চালিয়ে হত্যার ছক ছিল সুশান্তকে। কিন্তু, অতিরিক্ত জন সমাগমে ফস্কে যায় টার্গেট। শেষমেশ একমাসের রেকি শেষ করে চার আততায়ীর মাথায় তৈরি হয় শুক্রবারের হামলার ব্লু-প্রিন্ট। 
পুলিসের দাবি, সুশান্তকে মারতে জুলাই মাসেই বিহারের মুঙ্গের থেকে শহরে আসে পিস্তল। একটি নয়, দু’টি। একটি ঘটনাস্থল থেকে মিললেও অপরটি মেলেনি। গুলজারের দাবি, পালানোর সময় সুশান্তের বাড়ির কাছে কালভার্টে খালের জলে ফেলে দেওয়া হয় দ্বিতীয় পিস্তলটি। রবিবার দুপুরে খালের জলে নামে বিপর্যয় মোকাবিলা বিভাগের ডুবুরিরা। তল্লাশি চালানো হয় খালধারের ঝোপে। তবে মেলেনি দ্বিতীয় আগ্নেয়াস্ত্র। গুলজারের দাবি, আনন্দপুরের গুলশন কলোনিতে জমি ও সিন্ডিকেট বিবাদের জেরেই এই হত্যার পরিকল্পনা।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা