খেলা

আবেগপ্রবণ বিরাট কোহলিকে আউট করার দাওয়াই ম্যাকগ্রার

মেলবোর্ন: বেশ কয়েক বছর ধরেই টেস্টে সেরা ফর্মে নেই বিরাট কোহলি। শেষ ছয় টেস্টে ২২.৭২ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৫০ রান। তার উপর সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ ০-৩ হেরেছে ভারত। এই পরিস্থিতিতে বর্ডার-গাভাসকর ট্রফির শুরু থেকেই বিরাটকে চাপে রাখার পরামর্শ অজি পেসারদের দিলেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসারের মতে, ‘কোনও সন্দেহ নেই কিউয়িদের বিরুদ্ধে জঘন্য পরাজয়ের পর রীতিমতো চাপে ভারত। তাই প্রথম থেকেই কোণঠাসা করা দরকার। কোহলিকেও শুরুতেই গোলা-বারুদ দিয়ে আক্রমণ শানানো হোক। ও বেশ আবেগপ্রবণ। তাই সেই আবেগ নিয়ে খেললে ও মানসিকভাবে অস্বস্তিতে পড়তে বাধ্য। এমনিতেই পারফরম্যান্স নিয়ে হতাশার মধ্যেই রয়েছে বিরাট। আর টেস্ট সিরিজের গোড়াতেই যদি কম রানে ড্রেসিং-রুমে ফেরে তবে আরও চাপে পড়বে। এটা মাথায় রেখেই আক্রমণ করুক অজি বোলাররা।’
তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ও কোচ জাস্টিন ল্যাঙ্গার আসন্ন সিরিজে বিরাটের ফর্মে ফেরার ব্যাপারে আশাবাদী। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নদের কখনও মুছে ফেলা যায় না। তাঁদের হিসেবের বাইরে রাখতেও নেই। প্রত্যেক খেলার ক্ষেত্রেই এটা খাটে।’ ডনের দেশে ভিকে’র রেকর্ড অবশ্য রীতিমতো নজরকাড়া। ১৩ টেস্টে ৫৪.০৮ গড়ে তাঁর ব্যাটে এসেছে ১৩৫২ রান। শুধু কোহলিই নন, অধিনায়ক রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের এটাই সম্ভবত অস্ট্রেলিয়ার মাটিতে শেষ সফর বলে জানিয়েছেন ল্যাঙ্গার। তাই ভারতীয় দলের মাঠে নামার অপেক্ষায় তিনি। ল্যাঙ্গারের কথায়, ‘বয়স্ক বলে এঁদেরকে হেলাফেলা করা অনুচিত। কোহলি, রোহিত, অশ্বিন, জাদেজার যদি এটাই শেষ সফর হয়, আশা করব ওরা যেন ক্রিকেটপ্রেমীদের মন ভরাতে পারে। একই কথা অবশ্য অজি পেস অ্যাটাকের ক্ষেত্রেও খাটে। ওদের বয়স বেড়েছে। চিরদিন খেলতে পারবে না কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডরাও।’ 
এদিকে আসন্ন সিরিজে রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে আক্রমণাত্মক থাকতে চাওয়ার কথা শুনিয়েছেন স্টিভ স্মিথ। তিন বছর আগে স্মিথকে তিনবার ফিরিয়েছিলেন অ্যাশ। গতবছরও ভারতে টেস্ট সিরিজে দু’বার অফ স্পিনারের শিকার হন স্মিথ। তাই এবার অজি তারকা বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় অফস্পিনে আউট হওয়া একেবারেই পছন্দ নয়। তবে অশ্বিন দুর্দান্ত বোলার, বেশ কয়েকবার আমাকে আউটও করেছে। এবারও নিশ্চয়ই পরিকল্পনা করে এসেছে। তবে আমি ওকে মাথায় চড়তে দেব না। আক্রমণাত্মক খেলব।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা