খেলা

বয়সের ভারেই তরুণ জেক পলের কাছে হারলেন মাইক টাইসন, আবেগে ভাসল গোটা বিশ্ব

টেক্সাস, ১৬ নভেম্বর: দুই অসম প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতেই আজ, শনিবার সকাল থেকেই অপেক্ষা করেছিল গোটা বিশ্বের মানুষজন। একজনের বয়স ৫৮। অন্যজনের ২৭। একজন অবসর নিয়েছেন ১৯ বছর আগে। আর একজন পেশাদার বক্সিং শুরু করেছেন মাত্র পাঁচ বছর হল। প্রথমজনের নাম মাইক টাইসন আর দ্বিতীয় জন হলেন তরুণ তুর্কি জেক পল। দুই বক্সারের ম্যাচকে ঘিরে চরম উত্তেজনা ছিল। আজ, শনিবার ভোরে(ভারতীয় সময়) এই বক্সিং ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বেলা সাড়ে ১০টায়(ভারতীয় সময়)। যদিও রিংয়ে নেমে মাইক টাইসন টের পেলেন যে তিনি বৃদ্ধ হয়েছেন। তাঁর এবং জেক পলের মধ্যে আট রাউন্ডের লড়াই হয়। প্রতি রাউন্ডে ২ মিনিট করে লড়তে হয়েছে দুই বক্সারকে। টানা ১৬ মিনিটের লড়াই ছিল। বয়সের ভারেই তরুণ পলের কাছে হারলেন প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন টাইসন। জেক পল জিতলেন ৮০-৭২, ৭৯-৭৩, ৭৯-৭৩ পয়েন্টের ব্যবধানে। ম্যাচ চলাকালীন দেখাই যাচ্ছিল দ্বিতীয় রাউন্ডের পরই ক্রমশ হাঁপিয়ে যাচ্ছিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। টাইসন বনাম পলের এই বক্সিং ম্যাচটি হওয়ার কথা ছিল চলতি বছরের ২০ জুলাই। কিন্তু আলসারের কারণে তখন খেলতে পারেননি টাইসন। সুস্থ হয়ে আজ, শনিবার রিংয়ে নামেন তিনি। ২০০৫ সালে শেষবার রিংয়ে নেমেছিলেন টাইসন। বর্ণময় কেরিয়ারে মোট ৫৮টি পেশাদার ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে জিতেছেন ৫০টিতে। হারার অভ্যাস খুব কমই রয়েছে মাইক টাইসনের। কিন্তু এদিন তরুণ জেক পলের কাছে হার মানতেই হয়েছে তাঁকে। তবে হেরে গেলেও সকলের মন জয় করেছেন টাইসন। প্রতিপক্ষ পলকে কাছে টেনে নিয়ে খেলোয়াড় সুলভ আচরণ করে শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। আর এতেই আবেগপ্রবণ হয়ে পড়েন টেক্সাসের আর্লিংটন স্টেডিয়ামের দর্শকরা। গতকাল, শুক্রবার দুই প্রতিপক্ষ যখন সাংবাদিক বৈঠক করছিলেন তখন আচমকাই জেক পলকে চড় কষিয়ে দেন টাইসন। কিন্তু আজ, হেরে গিয়েও প্রতিপক্ষকে সম্মান জানাতে ভোলেননি তিনি।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা