বিদেশ

হিজাব বিরোধী মেয়েদের মানসিক চিকিৎসায় ‘ক্লিনিক’ খুলছে ইরান

তেহরান: হীরক রাজার দেশ। প্রজারা রাজার বিরুদ্ধে গেলেই পাঠিয়ে দেওয়া হত যন্তর-মন্তর ঘরে। আর সেখানেই চলত মগজ ধোলাইয়ের কাজ। হিজাব বিরোধী মহিলাদের জন্য ইরানের নয়া পদক্ষেপ যেন আরও একবার সেই দৃশ্যই মনে করিয়ে দিল। শুক্রবার ইরানের নারী ও পরিবার সংক্রান্ত বিভাগের প্রধান মেহরি তালেবি দারেস্তানি জানান, এবার হিজাব বিরোধী মহিলাদের মানসিক চিকিৎসা করা হবে। আর সেই সূত্রেই খোলা হবে ‘ট্রিটমেন্ট ক্লিনিক’। 
এদিন তালেবি জানান, যাঁরা হিজাব পরতে চান না, এই ক্লিনিকে বিজ্ঞানসম্মত উপায়ে তাঁদের মানসিক চিকিৎসা করা হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এই ক্লিনিকের পরিকল্পনা। ওই দেশের সর্বোচ্চ নেতা আলি খামেনেইয়ের আওতায় রয়েছে ইরানের মহিলা ও পরিবার বিভাগ। তাই এই পরিকল্পনার নেপথ্যে তিনিই কলকাঠি নেড়েছেন বলে দাবি করেছে ইরান সহ বিশ্বের একাধিক মানবাধিকার সংগঠন। বিষয়টির কড়া সমালোচনা করেছে তারা। দিন কয়েক আগেই ইরানের কঠোর পোশাকবিধির প্রতিবাদ করছিলেন এক তরুণী। শুধু অন্তর্বাস পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটেন তিনি। এরপরই তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিস। তাঁর আর খোঁজ মেলেনি। হিজাব আইনের বিরোধিতায় সরব হয়ে ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর প্রাণ হারান ইরানের ২২ বছরের তরুণী মাশা আমিনি। হিজাব পরার বিরোধিতা করায় তাঁকে গ্রেপ্তার করে ইরানের পুলিস। অভিযোগ তাঁর উপর পাশবিকভাবে অত্যাচার চালানো হয়। পরে পুলিসি হেফাজতেই মৃত্যু হয় তাঁর। মাসার মৃত্যুর পরেই হিজাব বিরোধী আন্দোলন শুরু হয়েছে।
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকড়ি আয় বৃদ্ধির সঙ্গে সাংসারিক সুখ বাড়বে। জটিল কর্ম সম্পাদনে সাফল্য ও ওপরওয়ালার আস্থালাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা