বিদেশ

ইস্তফা দিন বাইডেন, কমলাকে প্রথম মহিলা প্রেসিডেন্ট করার দাবি ডেমোক্র্যাটদের অন্দরেই

ওয়াশিংটন: সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু জনমত নয়, ইলেক্টোরাল ভোটের নিরিখেও এগিয়ে রয়েছেন রিপাবলিকান নেতা। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ট্রাম্প। কিন্তু এরইমধ্যে দেড় মাসের জন্য কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করার প্রস্তাব উঠল আমেরিকায়। ডেমোক্র্যাটদের একাংশের দাবি, এখন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের ইস্তফা দেওয়া উচিত। তাহলে ট্রাম্পের শপথ গ্রহণের আগে পর্যন্ত সেই পদে থাকতে পারবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা। প্রথম মহিলা প্রেসিডেন্ট পাবে আমেরিকা। রবিবার প্রকাশ্যে এই প্রস্তাব দিয়েছেন বাইডেন-কমলা প্রশাসনের প্রাক্তন কর্মী জামাল সিমনস। একসময় কমলার কমিউনিকেশনস ডিরেক্টরের দায়িত্বে ছিলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যম ইতিমধ্যে দাবি করেছে, বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্টের মতোই প্রশাসনের যাবতীয় কাজকর্ম সামলাচ্ছেন ডেমোক্র্যাট নেত্রী। এই পরিস্থিতিতে কি ভোটে পরাজিত প্রার্থীকে জোর করে মসনদে বসানো উচিত হবে? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।
শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী ছিলেন বাইডেন। পরে দলীয় নেতৃত্বের চাপে কমলার হাতে ব্যাটন তুলে দিতে বাধ্য হন তিনি। রবিবার সিএনএন আয়োজিত এক বিতর্কসভায় জামাল বলেন, ‘আগামী ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে ইস্তফা দিতে পারেন বাইডেন।’ একইসঙ্গে জামাল জানিয়েছেন, ইস্তফা দেওয়ার বিষয়টি বাইডেনের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। মার্কিন সংবিধান অবশ্য জানাচ্ছে, কয়েক সপ্তাহের জন্য হলেও প্রেসিডেন্ট পদে বসতে পারেন কমলা। সংবিধান (২৫তম সংশোধন) অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্টের ইস্তফা বা মৃত্যুর ক্ষেত্রে মসনদে বসবেন তাঁর ডেপুটি। দপ্তর থেকে অপসারণের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সংবিধান বলছে, ক্ষমতা হস্তান্তরের জন্য সর্বোচ্চ চার মাস সময় মিলবে। এই সুযোগেরই সদ্ব্যবহার করতে চাইছেন ডেমোক্র্যাটদদের একাংশ। আমেরিকাবাসীর একাংশের অবশ্য দাবি, চটজলদি ইতিহাস সৃষ্টির থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা