বিদেশ

হাসিনার পরিবারের সদস্যদের নামাঙ্কিত সমস্ত পুরস্কার বাতিল কিংবা নাম পরিবর্তনের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

ঢাকা, ১০ নভেম্বর: শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামাঙ্কিত সমস্ত পুরস্কার বাতিল কিংবা নাম পরিবর্তনের পথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পুরস্কার, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক, শেখ রাসেল পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার বাতিল বা নাম পরিবর্তন করা হচ্ছে। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। এর আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে চালু করা বিভিন্ন সরকারি প্রকল্প কিংবা প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এবার কয়েকটি পুরস্কারের তালিকা থেকেও সেই নাম বাদের প্রক্রিয়া শুরু করেছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। এদিকে আজ, রবিবার নূর হোসেন দিবস উপলক্ষ্যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়ে ঢাকায় বড় কর্মসূচি নিয়েছে শেখ হাসিনার দল আওয়ামি লিগ। দেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনও বৃহৎ কর্মসূচি নিয়েছে হাসিনার দল। যদিও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেসসচিব শফিকুল ইসলাম ফেসবুক পোস্টে জানিয়েছেন, আওয়ামি লিগকে রবিবার বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তাঁর বক্তব্য, আওয়ামি লিগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। ফলে এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভ দেখানোর কোনও অনুমতি দেওয়া হবে না। এদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে পুলিসকে। মোতায়েন করা হয়েছে ১৯১ কোম্পানি বিজিবি জওয়ানকে।
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা